06-08-2023, 10:56 AM
গল্পের বুনোট বা যৌনদৃশ্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ওই ব্যাপারে বরাবর তুমি সেরাদের সেরা। কিন্তু কিছু ক্ষেত্রে তুমি এতটাই ডিটেলিংয়ের মধ্যে চলে যাও, যেটা অনেক সময় নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায় তোমার জন্য। যদি ওদের বাথরুমের উপরের ওই অন্ধকার কুঠুরি থেকে আবার উপরের ঘরে ফেরতই নিয়ে যাবে, তাহলে ওই ব্যাপারটা অর্থাৎ সিঁড়ি রাখার বর্ণনাটা অত elaborately না দিলেই বোধহয় ভালো হতো। যেহেতু তুমি আর বাবান এই ফোরামের দু'জন অন্যতম সেরা লেখক, তাই তাদের লেখা যাতে আরো ভালো হয়, সেজন্য আমার মনে হওয়া ছোটখাটো অসঙ্গতি গুলো আমি ধরিয়ে দেবোই। অন্য কেউ হলে "খুব ভালো হয়েছে দাদা" এইটুকু মন্তব্য করে কেটে পড়তাম। যাইহোক সবমিলিয়ে দুর্ধর্ষ একটা পর্ব পেলাম।