02-08-2023, 05:15 PM
ক্ষমা-টমা চাইবো না, তবে টিজারটা দেখে ওরকম মন্তব্য করা আমার উচিত হয়নি, সেটা অবশ্যই বলব। আগের পর্বের পর বলেছিলাম, যে ছেলেটা খাওয়ার পরিবেশন করছিল তার প্রতি আমার বিশেষ কৌতূহল রয়েছে। আমার কৌতুহল টা যে অমূলক নয় সেটা এই পর্বের প্রমাণ হলো। অসাধারণ একটি পর্ব উপহার পেলাম আমরা। শুধু একটাই কথা বলবো ভাই, এতদিনে মাত্র একটা যৌনদৃশ্য এসেছে এই কাহিনীতে। এবার আরো কিছু দাও, চাতক পাখির মত অপেক্ষা করে বসে রয়েছি যে!