02-08-2023, 09:54 AM
তারিখ পে তারিখ এর মতো চমকে পে চমক দিয়েই চলেছ গুরু। গত পর্বে যে ফাঁকফোকর গুলো খুঁজে পেয়েছিলাম, এই পর্বে সবকিছু ঢেকে দিয়েছো তুমি। টিনা আর ইউসুফের ডান্স আর গানের ব্যাপারটা যেভাবে বর্ণনা করলে just awesome , ছবির শুটিং দেখার অভিজ্ঞতা আছে মনে হচ্ছে তোমার পরের পর্বে একটা ধামাকা হতে চলেছে বুঝতে পারছি।