01-08-2023, 10:23 PM
(This post was last modified: 01-08-2023, 10:24 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-08-2023, 09:32 PM)Baban Wrote:টিজার পড়ে হটাৎ করে অবাক হয়ে গেলেও আমি একটা সন্দেহ করেছিলাম যে কুচ তো গড়বড় হ্যা, তুমি তো অমন ব্লানডার করার মতো পাবলিক নও। নিশ্চই এটা শুটিং এর কোনো দৃশ্য হবে ওই লাইন গুলি । কিন্তু তখন সেটা প্রকাশ করা উচিত বলে মনে করিনি। আজ সত্যিই সেটাই হলো দেখে ভালো লাগলো।
যাইহোক দারুন পর্ব। বিশেষ করে ওই ঋষির আবির্ভাব আজকের পর্বে দেখে নিষিদ্ধ উত্তেজনার পারদ আরও বেড়ে গেলো। বিশেষ করে তার সতর্ক বাণী ও সামান্য অতীত জানতে পেরে। আজ আবার নতুন করে নিজের সৃষ্টি অভিশপ্ত বাড়িটার কথা মনে পড়ে গেলো। সেখানেও এক বন্ধু নায়িকার সন্তানকে সতর্ক করতে, নিজের অতীত জানাতে এবং কিছু সেই সন্তানকে নিষিদ্ধ দৃশ্যর সাক্ষী করতে এসেছিলো। যদিও সে ছিল হাওয়া আর এই ঋষি রক্ত মাংসের মানুষ।
গল্পে নেগেটিভ চরিত্র কেও যখন জানতে ও বুঝতে ও কিছু ক্ষেত্রে তার পক্ষে থাকতে হবে (নিষিদ্ধ ফ্যান্টাসি পূরণের প্রতিক রূপে) তখন তাকে পরিপূর্ণ ভাবে হিংস্র রাক্ষস হিসাবে গঠন করাই শ্রেয়। আশা রাখি ঋষি বাবুর মামনির দিকটাও কোনোদিন জানতে পারবো। আর আসন্ন বিশেষ সময়টাকে তুমি নিপুন হাতে ফুটিয়ে তুলবে, যা পড়িয়া আমাদের কলঘরে ছুটিয়া যাইতে হয়। অপূর্ব!
খুব সুন্দর করে বললে। আসলে আমার উপন্যাসে খলনায়কেরাই তো অত্যাধিক গুরুত্ব পায়, এবং তাদের অতীত আর বর্তমান .. এই দুটোই নিজের সাধ্যমত পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরার চেষ্টা করি। এক্ষেত্রেও তার অন্যথা হবে না। এই ভাবেই সঙ্গে থেকো
(01-08-2023, 09:49 PM)Luca Modric Wrote: Excellent update..
thank you
(01-08-2023, 10:10 PM)rpsanam Wrote: বন্দনা দেবীকে পাবলিক প্রপার্টি বানাবেন না। আপনার প্রতিটা গল্প আমি পড়েছি এবং প্রতিটা গল্পের এন্ডিং খুব সুন্দর হয়েছে । আশা রাখি এই গল্পের শেষটা খুব সুন্দর হবে।
বন্দনা দেবীকে দিয়ে সেক্স করান তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এবং সেটা কয়েকটা চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রেখে তবে তাকে দিয়ে যদি পণ্য ছবি বানানো হয় তাহলে সেটা পাবলিক লি হয়ে যাবে । দেখ দু একজনের সাথে সেক্স করার পরও সংসারের ফিরে আসা যায়।
তাকে যদি পণ্য ছবির নায়িকা বানিয়ে দাও তাহলে সে এ জগত ছেড়ে আর বের হতে পারবে না
আশা করি তুমি গল্পের শেষটা খুবই সুন্দরভাবে সাজাবে এবং নন্দনা ও বন্দনা দেবীকে তাদের পরিবারের মানে তাদের স্বামীর কাছে ফিরিয়ে দিবে।
দেখুন, আমি যখন কোনো উপন্যাস লেখা শুরু করি, তখনই শেষটা ভাবা হয়ে যায় .. এ কথা তো আগেও অনেকবার বলেছি। তবে কথা দিচ্ছি, ক্ষনিকের ভুলে পদস্খলন হলেও পাবলিক প্রপার্টি কেউ হবে না।