01-08-2023, 09:32 PM
(This post was last modified: 01-08-2023, 09:36 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
টিজার পড়ে হটাৎ করে অবাক হয়ে গেলেও আমি একটা সন্দেহ করেছিলাম যে কুচ তো গড়বড় হ্যা, তুমি তো অমন ব্লানডার করার মতো পাবলিক নও। নিশ্চই এটা শুটিং এর কোনো দৃশ্য হবে ওই লাইন গুলি । কিন্তু তখন সেটা প্রকাশ করা উচিত বলে মনে করিনি। আজ সত্যিই সেটাই হলো দেখে ভালো লাগলো।
যাইহোক দারুন পর্ব। বিশেষ করে ওই ঋষির আবির্ভাব আজকের পর্বে দেখে নিষিদ্ধ উত্তেজনার পারদ আরও বেড়ে গেলো। বিশেষ করে তার সতর্ক বাণী ও সামান্য অতীত জানতে পেরে। আজ আবার নতুন করে নিজের সৃষ্টি অভিশপ্ত বাড়িটার কথা মনে পড়ে গেলো। সেখানেও এক বন্ধু নায়িকার সন্তানকে সতর্ক করতে, নিজের অতীত জানাতে এবং কিছু সেই সন্তানকে নিষিদ্ধ দৃশ্যর সাক্ষী করতে এসেছিলো। যদিও সে ছিল হাওয়া আর এই ঋষি রক্ত মাংসের মানুষ।
গল্পে নেগেটিভ চরিত্র কেও যখন জানতে ও বুঝতে ও কিছু ক্ষেত্রে তার পক্ষে থাকতে হবে (নিষিদ্ধ ফ্যান্টাসি পূরণের প্রতিক রূপে) তখন তাকে পরিপূর্ণ ভাবে হিংস্র রাক্ষস হিসাবে গঠন করাই শ্রেয়। আশা রাখি ঋষি বাবুর মামনির দিকটাও কোনোদিন জানতে পারবো। আর আসন্ন বিশেষ সময়টাকে তুমি নিপুন হাতে ফুটিয়ে তুলবে, যা পড়িয়া আমাদের কলঘরে ছুটিয়া যাইতে হয়। অপূর্ব!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)