01-08-2023, 09:01 AM
(01-08-2023, 03:06 AM)Rancon Wrote: শুভশ্রীকে অন্য কারো সাথে শেয়ার না করলে ভালো হয়। আর সরোজকে জেনির বাইরে অন্য কারো সাথে শেয়ার না করলেই ভালো, কারণ নায়ক একজন। নায়ক সকলের সাথে থাকুক কিন্তু সরোজকে আসলে অনেকের সাথে দিলে লেখাটা হালকা হয়ে যাবে।অবশ্য দিন শেষে বিবেচনা আপনারই, যেহেতু লেখা আপনার ।আপনার লেখা তাই ভালোটা আপনি বুঝবেন তবে পাঠক হিসেবে আমি আসলে আমার মতামতটা বললাম। লেখাটা এত চমৎকার হচ্ছে যদি এই জায়গায় নিশ্চিত করা যায় তাহলেই ভালো লাগবে হয়তো। গোটা একটা গল্প, একটা উপন্যাস বা একটা লেখায় একজন নায়ক থাকলেই ভালো লাগে ।যেভাবে লেখাটা শুরু হয়েছে অন্তত তমালের চরিত্রটা যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সে হিসেবেই বলছি। তবে ভালো হচ্ছে।
ভালোবাসা আপনার লেখার জন্য পরবর্তী আপডেট দ্রুত পেলে আরো ভালো লাগবে।
আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ। খেয়াল করে দেখবেন, গল্পটা নিছক গল্পের প্লট অনুযায়ী চলছে না, এখানে সেক্স এবং পার্ভার্সনের বিভিন্ন টাইপগুলো, এবং পার্ভার্সন কখনো কখনো বেশি উত্তেজক এবং আনন্দদায়ক হয়ে উঠতে পারে, সেটা দেখানোর চেষ্টা হয়েছে। কিছু কিছু সময় গল্প লেখককে অতিক্রম করে অবশ্যম্ভাবী নিয়তির দিকে এগিয়ে যায়, যখন লেখক জোর করে তাকে নিয়ন্ত্রণ করতে গেলো গতিপথ হারিয়ে দিশাহীন হয়ে যায়। গল্প যে মোড়ে এসে দাঁড়িয়েছে তাকে গ্রুপ অনিবার্য হয়ে পড়েছে। এটাই গল্পের মূল কাঠামো ধরে নিয়ে উপভোগের চেষ্টা করুন। পাঠকের মতামত ভীষনভাবে কাম্য কিন্তু প্রভাবিত হলে লেখকের মানসপটের নীলনক্সা ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে আবারও ধন্যবাদ, সঙ্গে থাকুন।