01-08-2023, 03:06 AM
শুভশ্রীকে অন্য কারো সাথে শেয়ার না করলে ভালো হয়। আর সরোজকে জেনির বাইরে অন্য কারো সাথে শেয়ার না করলেই ভালো, কারণ নায়ক একজন। নায়ক সকলের সাথে থাকুক কিন্তু সরোজকে আসলে অনেকের সাথে দিলে লেখাটা হালকা হয়ে যাবে।অবশ্য দিন শেষে বিবেচনা আপনারই, যেহেতু লেখা আপনার ।আপনার লেখা তাই ভালোটা আপনি বুঝবেন তবে পাঠক হিসেবে আমি আসলে আমার মতামতটা বললাম। লেখাটা এত চমৎকার হচ্ছে যদি এই জায়গায় নিশ্চিত করা যায় তাহলেই ভালো লাগবে হয়তো। গোটা একটা গল্প, একটা উপন্যাস বা একটা লেখায় একজন নায়ক থাকলেই ভালো লাগে ।যেভাবে লেখাটা শুরু হয়েছে অন্তত তমালের চরিত্রটা যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সে হিসেবেই বলছি। তবে ভালো হচ্ছে।
ভালোবাসা আপনার লেখার জন্য পরবর্তী আপডেট দ্রুত পেলে আরো ভালো লাগবে।
ভালোবাসা আপনার লেখার জন্য পরবর্তী আপডেট দ্রুত পেলে আরো ভালো লাগবে।