31-07-2023, 04:27 PM
(30-07-2023, 03:18 PM)Bumba_1 Wrote: প্রথম স্ত্রী বেশ কিছু বছর আগে মারা গেলেও, তিনি এতদিন বিয়ে করার কথা ভাবেননি। কিন্তু বর্তমানে দিনের শেষে বাড়িতে ফিরে কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগে তার। এছাড়াও সংসারে যদি কর্ত্রী না থাকে, তাহলে সেই সংসার শ্রীহীন হয়ে পড়ে। চাকর-বাকরের উপর ভরসা করে তো আর সংসার চলে না! তাই কয়েকদিন আগে মধ্য চল্লিশের মিস্টার ঘোষ তার ছেলের পারমিশন নিয়েই মধ্য তিরিশের অতি সাধারণ পরিবারের একজন মহিলাকে বিয়ে করে আনলেন। বিয়ে করে বাড়িতে আসার পর হাজবেন্ডের সঙ্গে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তার। এছাড়াও ইউসুফ অর্থাৎ তার স্বামীর প্রথম পক্ষের সন্তানের সঙ্গেও একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
অপেক্ষায় রইলাম
(31-07-2023, 03:37 PM)Baban Wrote: নতুন খেলার সাক্ষী হবে এবার যে বন্দনা
প্রথম প্রথম লাগবে খারাপ, তারপরে মন্দ না
শরীর ডাকবে ওপর শরীর রিপুর আমন্ত্রণে
ভাঙবে সকল শক্ত শিকল জড়িয়ে ছিল মনে
খেলা হবে মজার কিন্তু সোজা নয়তো ওতো
নানান মাপের সর্প গুলো খুজবে নতুন গর্ত
সেই গর্তে ঢুকলে পরে পাবে রসের খোঁজ
অনেক কষ্ট বুকেতে নিয়ে এবার চোখটি বোজ
অপেক্ষায় রইলাম ❤
আপনাকে কবিতাশ্রী পুরস্কার দেওয়া হইবে :)


![[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]](https://i.ibb.co/ngdFS53/Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)