31-07-2023, 04:21 PM
(31-07-2023, 12:13 PM)Akash23 Wrote: সেকি আমি তো ভেবেছি আপনি জানেন। মহাবীর্য্য দা আজ মাস চারেকের উপর হয়ে গেল ভেলোরে আছেন চিকিৎসাধীন হয়ে। আগের বছরের শেষের দিকে নাকি একবার বুকে ব্যথা উঠেছিলো তখন অতটা সিরিয়াসলি নেন নি, ডাক্তার বলেছিলো পাঁজরে ঘা। ভেবেছিলেন নোরম্যাল সেরে যাবে কিন্তু বাড়াবাড়ি হয় আর তারপর এখন যেটা জানি ডানদিক প্রায় অসাড় হয়ে গেছে। আমার সাথে শেষ ফোনে কথা হয়েছিলো মাস দেড় আগে। শুনছিলাম ভালোর দিকে যাচ্ছেন। এখন উনার নম্বর সুইচ অফ আসে। তাই আর খবর পাই নি কিছু। জানিনা কেমন আছেন বা ফিরেছেন কিনা।
sad news আশাকরি উনি বর্তমানে সুস্থ আছেন।