31-07-2023, 03:17 PM
(31-07-2023, 12:13 PM)Akash23 Wrote: সেকি আমি তো ভেবেছি আপনি জানেন। মহাবীর্য্য দা আজ মাস চারেকের উপর হয়ে গেল ভেলোরে আছেন চিকিৎসাধীন হয়ে। আগের বছরের শেষের দিকে নাকি একবার বুকে ব্যথা উঠেছিলো তখন অতটা সিরিয়াসলি নেন নি, ডাক্তার বলেছিলো পাঁজরে ঘা। ভেবেছিলেন নোরম্যাল সেরে যাবে কিন্তু বাড়াবাড়ি হয় আর তারপর এখন যেটা জানি ডানদিক প্রায় অসাড় হয়ে গেছে। আমার সাথে শেষ ফোনে কথা হয়েছিলো মাস দেড় আগে। শুনছিলাম ভালোর দিকে যাচ্ছেন। এখন উনার নম্বর সুইচ অফ আসে। তাই আর খবর পাই নি কিছু। জানিনা কেমন আছেন বা ফিরেছেন কিনা।
সেকি! এসব তো কিছুই জানায়নি ও আমাকে! আমাদের আলাদা ভাবে বেশ অনেকবারই কথা হয়েছে, আড্ডা হয়েছে কিন্তু এসবের কিচ্ছু তো বুঝতেই দেয়নি ও। যদিও অনেকদিন আমার সাথেও কথা হয়নি তার। আমিও আর সেইভাবে আসতে পারিনা। ওই বুম্বাদার গল্পটুকু আর নিজের টুকিটাকি লেখা ছাড়া আসাই হয়না। খারাপ লাগলো শুনে।
নিজে তো প্রাণ খুলে বেশ কিছু কথা বলেছে সে আমাকে, এইটা জানায়নি তো। হয়তো জানাতে চায়নি নিজেই। আমরা কষ্ট পাবো জেনে। আমি তো ভেবেছিলাম নিজের ব্যাক্তিগত জীবনে বেশি ব্যাস্ত হয়ে পড়ার জন্য সে সাময়িক বিদায় নিয়েছে। যাইহোক আগে ওর সম্পূর্ণ সেরে ওঠা প্রয়োজন। দ্রুত আরোগ্য কামনা করি ভায়া ♥️♥️