30-07-2023, 11:03 PM
(30-07-2023, 03:18 PM)Bumba_1 Wrote: প্রথম স্ত্রী বেশ কিছু বছর আগে মারা গেলেও, তিনি এতদিন বিয়ে করার কথা ভাবেননি। কিন্তু বর্তমানে দিনের শেষে বাড়িতে ফিরে কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগে তার। এছাড়াও সংসারে যদি কর্ত্রী না থাকে, তাহলে সেই সংসার শ্রীহীন হয়ে পড়ে। চাকর-বাকরের উপর ভরসা করে তো আর সংসার চলে না! তাই কয়েকদিন আগে মধ্য চল্লিশের মিস্টার ঘোষ তার ছেলের পারমিশন নিয়েই মধ্য তিরিশের অতি সাধারণ পরিবারের একজন মহিলাকে বিয়ে করে আনলেন। বিয়ে করে বাড়িতে আসার পর হাজবেন্ডের সঙ্গে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তার। এছাড়াও ইউসুফ অর্থাৎ তার স্বামীর প্রথম পক্ষের সন্তানের সঙ্গেও একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
বাকিটা জানতে হলে পড়তে হবে শ্যুটিং পর্বসিরিজঃ- নন্দনা NOT OUT
মঙ্গলবার রাতে অর্থাৎ ১লা আগস্ট নিয়ে আসছি একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ আপডেট। সঙ্গে থাকুন এবং পড়তে থাকুন।
Waiting eagerly