28-07-2023, 06:13 PM
(This post was last modified: 28-07-2023, 06:15 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-07-2023, 01:30 PM)maisha14 Wrote: অনেকদিন পর আপডেট আসল। আপডেট টা অসাধারণ ছিল। পরবর্তী আপডেট জলদি দিবেন প্লিজ
অনেক ধন্যবাদ
(28-07-2023, 02:53 PM)KingisGreat Wrote: Darun। Byas ar kichu bolbo na। Next update er ashay roilam।
Keep navel and armpit stuff। Jodi hairy hoy tar byapartai alada। Jemon golper poster er nayikar chilo।
অনেক ধন্যবাদ দেখা যাক কি হয় পরবর্তীতে
(28-07-2023, 03:44 PM)Sanjay Sen Wrote: "ফিরে এসেই ছক্কা হাঁকিয়েছো" তিনটে আপডেট পড়ার পর এই কথাটা মন থেকে বলতে পারলাম না ভাই বুম্বা। এই মন্তব্য শোনার পর হয়তো আমাকে অনেকেই গালাগালি দেবে, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যিই। আর পাঁচটা সাধারণ গল্পের সঙ্গে তুলনা করলে তো হবে না, তুমি যে লেভেলের লেখক, সেই লেভেলের হয়নি ভাই এই পর্বটা। বিশাল তিনটে পর্ব, প্রচুর চমক, তাও যেন কিছু একটা মিসিং ছিলো। যাই হোক আর spoiler দেবো না। তবে এবারকার প্রচ্ছদটা দুর্দান্ত হয়েছে one of your best ..
"যেটা সত্যি সেটা তো সত্যিই" এই কথার মানেটা কি? তুমি কি আজকাল নিজের ভাবনাকে 'চিরন্তন সত্য' বলে মনে করছো? তোমার কাছে যেটা 'সত্যি' বা 'ঠিক' বলে মনে হচ্ছে, অন্যের কাছে তো সেটা সঠিক বলে মনে নাও হতে পারে! তাই নিজের ভাবনাকে 'ধ্রুব সত্যি' বলে প্রকাশ করো না কখনো।
উপরের কথাগুলো মজা করেই বললাম, চাপ নিও না। এবার on a serious note বলি .. তুমি বলেছো - এই পর্বে কোথাও যেন কিছু একটা মিসিং ছিলো। কি 'মিসিং ছিলো' সেটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিলে খুশি হতাম। কারণ আমি সবসময় চাই আমার লেখার সমালোচনা হোক, এবং কিছু ভুল করলে আমাকে রেক্টিফাই করে দিক আমার পাঠকেরা। সেটা যদি সত্যিই ভুল হয়, তাহলে শুধরে নিতে পারি, আর যদি ভুল না হয় তাহলে কথার পৃষ্ঠে কথা বলে তর্ক জুড়ে দিতে পারি। আর হ্যাঁ, তোমাকে কেউ গালাগালি করবে না। কারণ, এখানে আমার কোনো অন্ধভক্ত নেই, আছে তোমাদের মতো কিছু নিরপেক্ষ পাঠক। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সঙ্গে থাকো এবং পড়তে থাকো।
আগের পৃষ্ঠায় নতুন পর্ব এসে গিয়েছে। যাদের এখনো পড়া হয়নি, চাইলে পড়ে নিতে পারেন।