28-07-2023, 03:44 PM
"ফিরে এসেই ছক্কা হাঁকিয়েছো" তিনটে আপডেট পড়ার পর এই কথাটা মন থেকে বলতে পারলাম না ভাই বুম্বা। এই মন্তব্য শোনার পর হয়তো আমাকে অনেকেই গালাগালি দেবে, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যিই। আর পাঁচটা সাধারণ গল্পের সঙ্গে তুলনা করলে তো হবে না, তুমি যে লেভেলের লেখক, সেই লেভেলের হয়নি ভাই এই পর্বটা। বিশাল তিনটে পর্ব, প্রচুর চমক, তাও যেন কিছু একটা মিসিং ছিলো। যাই হোক আর spoiler দেবো না। তবে এবারকার প্রচ্ছদটা দুর্দান্ত হয়েছে one of your best ..