27-07-2023, 09:50 AM
(25-07-2023, 05:33 PM)Somnaath Wrote: ইশ্ কি নৃশংস!!! চায়না মালগুলো চিরকালের শয়তান
একদমই তাই
(26-07-2023, 10:50 AM)Chandan1 Wrote:
Really very pathetic
Absolutely
(26-07-2023, 04:13 PM)Sanjay Sen Wrote: এই theme এর উপর কিন্তু একটা দারুন থ্রিলার গল্প হয়ে যেতে পারে। চীনা সৈনিকদের হাতে খোজাকরণের ফলে মৃত্যু হওয়া কোনো পাহারাদারের ছেলে ওই রাজ্যেই কোথাও গা ঢাকা দিয়ে থাকলো। তাকে অবশ্য লুকিয়ে থাকতে সাহায্য করেছিলো তার মা, যাকে কিনা আবার ওই রাজ্যের রাজা জোর করে নিজের রক্ষিতা বানিয়েছিল। তারপর ছেলেটা বড় হওয়ার পর তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ওই রাজ্যের রাজাকে হত্যা করে তার স্ত্রী এবং মেয়েকে ভোগ করলো অথবা দুজনকেই একসঙ্গে ভোগ করলো। আইডিয়াটা কেমন দিলাম বলো!
দুর্দান্ত আইডিয়া ছাত্রাবস্থায় precis খুব ভালো লিখতে, এটা বেশ বোঝাই যাচ্ছে।
(26-07-2023, 07:04 PM)Baban Wrote: বাবারে কি নৃশংস ব্যাপার। যদিও এটার ব্যাপারে সবারই একটু আধটু জানা ছিলই কিন্তু সম্পূর্ণ রূপে জেনে কেমন একটা যেন লাগলো। প্রাইভেট পার্টকে যেমন কামের অস্ত্র হিসেবে জানি সেই অস্ত্রকে নষ্ট করে দেবার এই পক্রিয়া পৈশাচিক!
তবে সঞ্জয় দার আইডিয়াটি বেশ লাগলো। যে এমন দারুন গল্পের সারাংশ বানাতে পারে সে নিজে কি একবার এটাকে পরিপূর্ণ রূপ দিতে পারেনা? হবে নাকি সঞ্জয় দা?
একদমই তাই, ভীষণ নৃশংস এবং অমানবিক
(26-07-2023, 07:10 PM)Sanjay Sen Wrote:
no sir , সারাংশ তৈরি করে দিতে পারি। কিন্তু লেখার ব্যাপারে একেবারেই আনাড়ি আমি।
শুরুর দিকে আমরা সবাই আনাড়ি ছিলাম, এখন ধীরে ধীরে সেয়ানা হয়েছি। বুক ঠুকে শুরু করে দাও, তারপর দেখবে শুধুই সফলতা।