25-07-2023, 10:21 PM
(25-07-2023, 04:01 PM)Bumba_1 Wrote: সেদিন ভীষণ হাওয়া দিচ্ছিলো, আর সেই হাওয়ায় তোমার শাড়ির আঁচলটা বারবার সরে গিয়ে তোমার দাগহীন মসৃণ তলপেট আর বিশাল বড় নাভিটা বেরিয়ে যাচ্ছিলো আমার সামনে। সেদিকে তাকিয়ে আমি মজা করে তোমার উদ্দেশ্যে বলেছিলাম, 'নাভির গর্তটা কি বানিয়েছো গো ঝুমা? এটার মধ্যে তো আরামসে দু-টাকার কয়েন ঢুকে যাবে!'ফিরে এসেছ দারুণ খবর।আপডেট টা তো অসাধারণ। তবে তার আগে শরীর ভালো আছে তো এখন। তোমার লেখনীর মারফতেই তুমি সুস্থ হয়ে উঠবে। আবার খেলা ধরেছ দেখে সত্যি খুব ভালো লাগছে।স্বমহিমায় আবার ফিরে এস হে লেখক।
বাকিটা জানতে হলে পড়তে হবে চক্রব্যূহসিরিজঃ- নন্দনা NOT OUT
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপর ফিরছি খুব শীঘ্রই একসঙ্গে তিন তিনটি আপডেট নিয়ে।