24-07-2023, 04:32 PM
(24-07-2023, 01:11 AM)Patrick bateman_69 Wrote: অপেক্ষা করতে করতে মানুষ এক সময় অতিষ্ট হয়ে যায় । এতো দেরি করলে দাদা তোমার রিডার রাও এমন যেনো না হয় এটাই কাম্য কিন্তু সবাই তো মানুষ এ প্রাণীর ধর্য বড়ই কম তো বুঝতেই পারছো । এখন আমার নিজের কথা বললে কি : আমি দাদা তাড়াতাড়ি আপডেট না পেলে কিছু কিছু আংশিক অংশ ভুলে যাই আমি। তো আবার পড়তে হয় আগের পার্ট তারপরে নিউ পার্ট পড়তে হয় । কিন্তু ধীরে ধীরে এই জিনিস যদি হতেই থাকে তাহলে মনে হবে ধুর আবারও আগের পার্ট পড়তে হবে । So, আপডেট দিলে একটু ফাস্ট try করো দাদা এইটা এক মাত্র চাওয়া । অন্যদের খবর জানি না but ami ei Story ses na obdi pore মরবো না এই তোমায় বলে দিলাম আপডেট তোমাকে দিতে হবে হিহি ।অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার দিকটাও বোঝার চেষ্টা করো অফিস, বাড়ির সব চাপ সামলে লিখতে হয় তাই একটু দেরী হয়ে যায়।
আর মরবে কেন? তুমি দীর্ঘজীবী হও।


I'm the King of Dark
&
I rule over all Devils

