23-07-2023, 02:44 PM
(18-07-2023, 02:53 PM)Bumba_1 Wrote:
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ yr): ভিডিও কলিং হবে কিনা আমি বলতে পারছি না, সেটা ইউসুফের ধুরন্ধর দুষ্ট মস্তিষ্ক জানে।
~ কয়েকদিনের বিরতি ~
চাঁদডোবা রাতে সম্পূর্ণ একাকী বসে যে জলধারাকে ক্ষীণা তটিনী ভেবেছিলাম, সকাল জাগতে বুঝেছি সেটা আসলে একটা নালা! মেঘ জড়ানো দুপুরে অল্প আলোয় কৃষ্ণচূড়া মনে করে যাকে জড়িয়ে ধরেছিলাম, মেঘ কাটতে দেখি সেটা আসলে একটা আমড়াগাছ! কুয়াশামোড়া ভোরের আলোয় যে পাখিকে ভেবেছি কোকিল, কুয়াশা সরতে সে 'কা কা' রবে উড়ে গিয়েছে! পথের ধারে হাত পেতেছিলো এক ভিক্ষুক। ভেবেছিলাম ছদ্মবেশী ভগবান, কৃপণতা না করে সঁপে দিয়েছিলাম সব। পরে বুঝলাম .. ঈশ্বর নন, শয়তান সে। আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ভ্রমের কারাগারে চিরদিনের জন্য বন্দী করে দেওয়ার আগেই যে কয়েকদিনের জন্য বিরতি নিতে হবে আমাকে! শরীর যে বড় বালাই! আমার শারীরিক অসুস্থতা সম্পর্কে বাংলা বিভাগের শতকরা ৮০% সদস্য ওয়াকিবহাল। তাই সেই নিয়ে নতুন করে আর কিছু বলছি না। চিন্তা নেই, ফিরে এসে বর্তমান ধারাবাহিক উপন্যাস নন্দনা NOT OUT অবশ্যই শেষ করবো আমার বাকি উপন্যাসগুলোর মতো। ভালো থাকবেন সবাই।
আমি নিজেই আসতে পারিনি এতদিন। পুরানো কথাই আবার বলছি। এসব নিয়ে এখন ভাবতেই হবেনা। আগে নিজের খেয়াল রাখো। শরীর মন ভালো থাকলে তবেই ইচ্ছা জাগবে। তাই বিশ্রাম নাও। আশা করি শীঘ্রই আবার দেখা হবে লেখার জগতে। ♥️♥️


![[Image: namaste-covid.gif]](https://i.ibb.co/XZ5yxN9/namaste-covid.gif)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)