Thread Rating:
  • 20 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romantic Thriller সুলতানার ডায়েরি
#58
খবর চলছে, সন্ধ্যের রেস্টুরেন্টের ঘটনাটা টিভিতে চলছে। যামিনীর ভ্রুক্ষেপ নেই সেদিকে, সে আদির বুক সেল্ফ থেকে একটা পুরনো বই নিয়ে একমনে পড়ছে। আদি আমাদের কাউকেই কাজ করতে না দিয়ে, নিজে সব করছে। রুমের বাইরের জানালা দিয়ে সুন্দর আলো ছড়িয়ে পড়েছে বিছানায়, নিয়নের আলোয়-ঘরের আঁধারীতে যামিনীর দেহ আরো সুন্দর লাগছে! যামিনী কিছুক্ষণ চুপ করে চোখ বুজে বসে ছিল, সন্ধ্যের পর থেকে সে এখন অনেক সুস্থ। আমি যামিনীকে বললাম, তুমি তো উইচ্ মানে ইয়ে .......
হু, কেন? 

না তুমি ওদের হিপনোটাইজ করলে, তারপর এরকম নিজে চুপসে গেলে কেন?
তোমাকে জানতে হবে না, অতো জেনে কাজ কি?
সেটা না মানে বলছিলাম যে তুমি তো বললে তোমার ক্ষমতা অনেক তা সত্ত্বেও কিছু.....?
দেখ সুলতানা তুমি এখনও কিছুই জানো না, কি হতে পারে আর কি পারে না সে বিষয়ে তুমি একদমই শূন্য। তোমার সাথে আমি কথা বলে সময় নষ্ট করব না।
যামিনীর সাথে কথা বলা বেকার, অতএব টিভির চ্যানেল চেঞ্জ করলাম। 
"নমস্কার, একজন ব্যাংক কর্মীর আকস্মিক মৃত্যুতে হতবাক অঞ্চলের বাসিন্দারা। আজ সন্ধ্যেই নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় ওনাকে। ভদ্রলোক একাই থাকতেন,হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াতেই......"
ধুর বেকার খবর হার্ট অ্যাটাক নিয়ে আজকাল লোকজন অবাক হচ্ছে....ভেবেই চ্যানেল চেঞ্জ করতে যাচ্ছিলাম, এমন সময় কেউ আমার হাতটা চেপে ধরল, ঘুরে দেখি আদি। একদৃষ্টিতে তাকিয়ে আছে খবরের দিকে। 
এই আদি কিছু হয়েছে?
আদি চুপ করে থাকল কিছুক্ষণ, তারপর বলল না, দিয়ে টিভি বন্ধ করে দিল। 
পরী চলো ঘুমবে। 
এই কি হয়েছে? আদি? 
কিছু না, ট্রাভেল করে খুব ক্লান্ত তাই। 
ঠিক আছে, (আমি)
যামিনী, তুমি চাইলে পরীর সাথে শুতে পারে। আমি অন্যঘরে না হয়......
থাক, কোনো দরকার নেই, তুমি আর তোমার পরী একঘরে শোও আমি পাশের রুমে শোবো। 
আদি কিছুই বলল না, শুধু মাথা নাড়ল। 

৩০ শে সেপ্টেম্বর সকাল, 
লিখতে একটুও ইচ্ছে করছিল না, কিন্তু আদির শরীর থেকে নিজেকে আলাদা করার পর ভাবলাম লিখি সারাদিন যদি সময় না হয়, আসলে ত্রিসাম যে এতো তৃপ্তিদায়ক আগে কখনও অনুভব করিনি। আদির ক্ষমতা সত্যিই অনবদ্য, যামিনীর মুখ দেখে অবশ্যই তা যে কেউ বলে দেবে, যদিও যামিনী আমার কপালে চুমু খেয়ে বলছিল আমি নাকি সত্যিই বেডে ওর থেকে বেটার। মনটা খারাপ করছে, যামিনী যে সকালে চলে যাবে ভাবিনি। যাওয়ার আগে অবশ্য বলে গেল দেখা হবে। কিন্তু ওটুকুই। 
শেষ রাতের পর আমাদের দূরত্ব যে অনেকটা কমেছে, তা ওর চলে যাওয়ার সময়ই বুঝলাম। সত্যিই নিজের দিদির মতোই মনে হচ্ছিল। প্রথমে যে বাচ্চা রূপে আমাকে অবজ্ঞা করাটা ছিল যাওয়ার সময় সেটাকে আর অতোটাও খারাপ লাগছে না। বরং আমাকে আগলে রাখার যে একটা চেষ্টা সেটায় চোখে পড়ে। যাওয়ার আগে যেসময়টুকু শুধু আমি আর যামিনী কাটালাম তাতে বুঝলাম আমি আর আদিই এখন ওর পৃথিবী। তাই হয়তো আমাকে আগলে রাখে।আদিকে আগলে রাখা কারো সাধ্য না। কিন্তু তার উপর যামিনীর আমাকে নিয়ে যে একটা অভিমান ছিল তা মুছে গেছে। সে এখন নতুন পথের পথিক, হয়তো কোনো অজানা মোরে আবার দেখা হবে তার সাথে;যামিনী ভালো থেকো।
না সম্পূর্নটা প্রথম থেকে না লিখলে অন্যায় হয়, প্রথম থেকেই শুরু করা যাক।
[+] 1 user Likes চিত্রক's post
Like Reply


Messages In This Thread
RE: সুলতানার ডায়েরি - by চিত্রক - 22-07-2023, 06:18 PM



Users browsing this thread: 3 Guest(s)