20-07-2023, 06:39 PM
(20-07-2023, 03:48 PM)Charles1212 Wrote: চিন্তা এক হওয়া আর ভাষা এক হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। দুই তিন লাইন এখানে সেখানে এক হতেই পারে। তবে আপনি পুরো গল্পের অনেকটা জায়গা এক রেখেছেন। শুধু পারমিতার জায়গায় মা করে দিয়েছেন, সেই অনুযায়ী শুরুতে আর শেষে একটু বদলেছেন। আপনিও ভালো করে জানেন যে আপনি টুকেছেন কিন্তু তাও গলাবাজি করতে ছাড়বেন না।
আচ্ছা আপনি মেয়ে হন বা ছেলে হন, আপনার নিশ্চই ম্যাচুরিটি এসেছে, আমার পোস্ট করা থ্রেড গুলো ভালো করে ফলো করুন, কোথায় আমি বলছি এই ঘটনা গুলো আমার নিজের। কোথাও বলেছি কথক, কোথাও লেখক, আর কোনো লেখক যদি নিজের গল্প বা অন্য কারোর লেখা গল্প, এই রকম হাজার খানেক অ্যাডাল্ট সাইটের মধ্যে কোথাও পোস্ট করে ( একই রকম ভাবে বা অন্য রকম ভাবে ) তা হলে আমি কি করতে পারি। আমার যে গল্প ভালো লাগে সেটা আমি পোস্ট করি। এই স্বাধীনতা আমাকে সাইট গুলো দেয়, আপনার মতো পাঠকেরা নয়।
আমার নিজের এই রকম কোন গল্প নেই। কারন আমার জীবনে এই রকম অভিজ্ঞতা নেই। আর চাই না। আপনার গল্প যদি একশো ভাগ বাস্তব নিজের জীবনের হয় সেটা আলাদা কথা।
তবে আবার বলছি প্রথমেই আমি " লেখক " শব্দ টি উল্লেখ করেছি। এই " লেখক " থার্ড পারসন, সে যা করার করেছে , আর বেশ করেছে, আমার তার লেখা ভালো লেগেছে আমি পোস্ট করেছি। আপনি বা আপনার মতো পাঠকের ভালো না লাগলে পড়বেন না। তবে কমেন্ট করার আগে to the point বুঝে কমেন্ট করুন। শরীরে অতিরিক্ত উত্তেজনার বসে ভুল কমেন্ট করবেন না।