20-07-2023, 03:48 PM
(20-07-2023, 12:54 PM)Shiter Dupur Wrote: আপনি কি করে বুঝলেন এটা চুরি করে লেখা ? কারন
১) কয়েকজন লেখকের চিন্তা প্রায় একরকম হতে পারে।
২) * কেউ নিজের অরিজিনাল নাম ব্যবহার করে লেখে না, একেকটা সাইটে লেখক আলাদা আলাদা ইউসার নেম ব্যবহার করে লিখলে আপনার কোন আপত্তি থাকার কথা নয়। কারন নিজের লেখা গল্প নিজের মতো করে মোল্ড করে বিভিন্ন সাইটে লেখক পোস্ট করা যেতে পারেন। এটা চুরি বলে না।
৩) ** যার ভালো লাগবে পড়বে না ভালো লাগলে পড়বে না। কোনো সাইট আমাকে কোনো আর্থিক লাভ দেয় না।
৪)** বিশেষ দ্রষ্টব্যঃ তে স্পষ্ট ' লেখক ' শব্দটির স্পষ্ট উল্লেখ আছে, সেটা আগে দেখে নিন।
চিন্তা এক হওয়া আর ভাষা এক হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। দুই তিন লাইন এখানে সেখানে এক হতেই পারে। তবে আপনি পুরো গল্পের অনেকটা জায়গা এক রেখেছেন। শুধু পারমিতার জায়গায় মা করে দিয়েছেন, সেই অনুযায়ী শুরুতে আর শেষে একটু বদলেছেন। আপনিও ভালো করে জানেন যে আপনি টুকেছেন কিন্তু তাও গলাবাজি করতে ছাড়বেন না।