19-07-2023, 03:02 PM
পর্ব-২৯
আমার আর ঘুম হলোনা তবুও চুপ করে শুয়ে থাকলাম। সন্ধ্যে ছটার সময় বাবা আমাকে ডেকে বললেন - খোকা এবার উঠে পর বাবা তোকে রেডি হতে হবে। আমাদের সাড়ে সাতটার মধ্যে যাত্রা করতে হবে ঠাকুর মশাই বলেছেন এরপর সেই দশটার পরে আবার শুভ সময়। আমি উঠে পড়লাম। বাবা আমাকে ধুতি পড়িয়ে দিলেন আমি পাঞ্জাবিটা গলিয়ে নিলাম মা এসে বাবার সোনার বোতাম আমার পাঞ্জাবিতে লাগিয়ে দিয়ে আমার কানের পাশে একটু কাজলের টিপ্ লাগিয়ে দিলেন বললেন আমার রাজপুত্রের মতো ছেলের যেন কারো নজর না লাগে। আমার করে আঙুলে আল্টো করে একটা কামড় দিলেন। ভাবলাম মায়েদের কত চিন্তা ছেলে মেয়েদের নিয়ে। সবসময় শুধু তাদের মঙ্গোল চিন্তা ছাড়া মায়েদের আর কিছুই নেই। মাকে প্রণাম করতে মা আমার কপালে একটা চুমু দিয়ে বললেন - দাঁড়া তোর মাসি একটু চন্দনের ফোঁটা দিয়ে দেবে এটা শুভ জিনিস না করিস না বাবা। মাসি এসে আমাকে চন্দনের টিপ্ দিয়ে বললেন - দিদি দেখেছো আমাদের ছেলেকে কি লাগছে ওর শশুর বাড়ির লোকেদের ছোখ টেরা হয়ে যাবে। আমি হাসতে লাগলাম দেখে মাসি জিজ্ঞেস করল - তুই হাঁসলী কেন রে ? আমি - আমি চাইনা যে কারোর চোখ তারা হয়ে যাক বিশেষ করে আমার শশুর বাড়ির লোকেদের। মাসি - তুই একবার নিজেকে দেখে আমাকে বল এই বর বেশে নিজেকে কেমন লাগছে। আমি আয়নাতে দেখে সত্যি একটু বিস্মিত হলাম সামান্য ধুতি পাঞ্জাবি পড়ে নিজেকে যেন অচেনা লাগছে। হয়তো কাকলিকেও বৌ সাজে দেখে আমার চিনতে একটু অসুবিধা হবে। মাকে বলে বেরোলাম - তোমার মেয়েকে আনতে যাচ্ছি মা। মা - এস বাবা।
মেয়ের বাবাই এসেছেন বর নিতে কেননা ওনার শালা বাবুরা অনেক দূরে থাকেন এতো কম সময়ের মধ্যে ওনারা ছুটি নিয়ে আসতে পারবেন না। তবে ছোট শালা বাবু বলেছে - জামাই বাবু কাকলির বিয়েতে না থাকতে পারলেও আমি বৌভাতে অবস্যই থাকব।
আমাকে নিয়ে কাকলির বাবা আর আমার বাবা গাড়িতে উঠলেন। আমার সাথে নিতে বর কেউই নেই তবে রুনা আমার পাশে এসে বসেছে।
কাকলিদের বাড়ির সামনে বিশাল প্যান্ডেল করেছে চারিদিকে লাইটে ছয়লাপ। আমাকে বরণ করে একটা ঘরে নিয়ে বড় আসনে বসতে দিলো।
অনেক কম বয়েসী ছেলে মেয়েরা হৈচৈ করতে করতে এসে বলল - কোথায় বর দেখি। সবাই আমাকে দেখেছে। আমি খুঁজছি আমার শালীদের আর শালাকে। তাদের দেখতে পেলাম না। একটু বাদেই বিপ্র এলো সাথে আমার শাশুড়ি মা আর বাবা। ওনারা এসে আমাকে শীর্বাদ করলেন আমার গলায় একটা বেশ ভারী চেন পড়িয়ে দিলেন আমার শাশুড়ি মা। প্রণাম করলাম ওনাদের। কাকলিদের কোনো আত্মীয় আসতে পারেন নি বা আসতে চান নি জানিনা। আমার দুই শালী এসে আমার দু পাশে দাঁড়িয়ে আমাকে বলল - অনেক পাড়ার লোক এসেছে তোমার সাথে যদি মজা করে বোকা বানাতে চায় তাই আমরা দুজনে পাহারা দিচ্ছি। আমি ছুটকি কে বললাম আর কতক্ষন পাহারা দেবে তোমরা বন্ধুরা এসে গেলে তো তোমাদের যেতে হবে। বুড়ি বলল - সে যাবো তখন এখন তো দাঁড়াই তোমার কাছে। কদিন আর পাবো তোমাকে কদিন বাদেই তো দিল্লি চলে যাবে দিদিকে নিয়ে। কে জানে আবার কবে তোমাদের দেখতে পাবো। ওর গলাটা বেশ ভাই হয়ে উঠলো। আমি হাত বাড়িয়ে ওকে আমার কাছে টেনে নিয়ে বললাম - এই মেয়ে মন খারাপ করবে না আজকে না তোমার দিদির বিয়ে আজকের দিনে মন খারাপ করতে নেই গো। ওর গালের সাথে আমার গাল লাগিয়ে একটু আদর করে দিলাম। বুড়ি তাতেই খুশি। ছুটকি দেখে বলল - খুব না তুমি ছোড়দিকে আদর করলে আর আমি বাদ। আমি ওকেও টেনে নিয়ে আদর করে দিলাম। ছুটকি আমার গালে একটা চুমু দিয়ে বলল আমার মিষ্টি জিজু তোমাকে আমরা সকলেই খুব ভালোবেসে ফেলেছি। আমাকে যখন ভালোই বেসে ফেলেছো তাহলে চলো না আমার সাথে দিল্লিতে আমাদের কাছেই থাকবে।
ছুটকি - সামনের বছরে যে আমার মাধ্যমিক পরীক্ষা কি করে যাবো। আমি - ঠিক আছে তোমার মাধ্যমিক পরীক্ষা হয়ে যাক আমাকে জানাবে আমি প্লেনের টিকিট পাঠিয়ে দেব তোমরা চলে যেও আমি এয়ারপোর্টে তোমাদের রিসিভ করে নেবো। বুড়ি - আমিও যাবো কিন্তু।
আমি - তোমরা সবাই যাবে শুধু কবে যাবে আমাকে জানিয়ে দিও তাহলেই হবে।
বিয়ের লগ্ন এগিয়ে এলো আমাকে নিয়ে ছাদনাতলায় নিয়ে বসলো। অনেক রকমের মন্ত্র পথ হতে লাগলো। আমার সে দিকে কান বা মন কোনোটাই নেই আমার মন চাইছে কাকলিকে দেখতে।
একটু বাদে দিলীপ এসে বলল -তোর বস আর দুজন কলিগ এসে গেছেন। কাকাবাবুর সাথে কথা বলছেন ওঁরা। আমি নিশ্চিন্ত হলাম।
বিভাসদা, পায়েল আর নিশাকে নিয়ে বাবা আমার কাছে এলেন বললেন - দেখো এনারা এসেছেন। আমায় বাবাকে বললাম ওদের থাকার বন্দোবস্ত করতে হবে। দিলীপ শুনেই বলল - তুই এখানে চুপ করে বস কোনো চাপ নিতে হবে না তোকে আমি সব ব্যবস্থা করে রেখেছি।
বিভাসদা আমাকে বললেন - ভাই তোমার বৌ খুব সুন্দরী আর ভীষণ মিশুকে আমাকে শুরু থেকেই দাদা বলে সম্বোধন করে প্রণাম করল।
পায়েল আর কাকলিও একই কথা বলল। বিভাসদা একটু মজা করে বললেন - আমি বুঝেছি সুমন তুমি কেন এতো তাড়াহুড়ো করে বিয়ে করতে চাইলে। এই মেয়েকে দেখার পর ওকে ছেড়ে চলে যাওয়া খুব মুশকিল আর সেটাই তোমার ক্ষেত্রে ঘটেছে। আমি মাথা নিচু করে থাকলাম। পায়েল আমার কাছে এসে বলল - দেখেছেন স্যার এখন কেমন লজ্জ্যা পাচ্ছে। বিভাসদা - এই তোমরা সবাই ওর লেগপুলিং বন্ধ করো।
কিছুক্ষন থাকার পরে বিভাসদা পায়েল আর নিশা তিনজনকেই বললাম তোমরা খাওয়া দাওয়া সেরে গিয়ে বিশ্রাম করো। এতটা জার্নি করে এসেছো সবাই। ওদের নিয়ে দিলীপ চলে গেলো। আমি ওকে খেয়াল রাখতে বলে দিলাম।
একটু বাদেই উলুধ্বনির মধ্যে দিয়ে কাকলির আগমন কিন্তু মুখ দেখা গেলো না পান পাতা দিয়ে ঢাকা রয়েছে।
ওকে শুভদৃষ্টির সময় দেখলাম সত্যি ওকে দেখে চিনতে পারলাম না কি মিষ্টি যে লাগছে ওকে দেখতে। কাকলিও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো। দুজনে দুজনেতে যেন হারিয়ে গেছি। সবাই হৈ হৈ করে উঠলো আর নয় শুভদৃষ্টি হয়ে গেছে। আর তাতেই আমাদের সম্বিৎ ফিরলো। বিয়ে শেষ হতে হতে প্রায় সকাল হয়ে গেলো। চারটের সময় আমাদের খেতে নিয়ে গেলো। আমি আর কাকলি প্রায় কিছুই খেতে পারলাম না। খাওয়া শেষে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। সবাই ঝিমিয়ে পড়েছে বাসর জমলো না। অনেকে ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। বুড়ি আমার পাশে এসে শুয়ে পড়ল আর একটু বাদেই ঘুমিয়ে কাদা হয়ে গেলো। কেউ আমাদের দুজনের দিকে দেখছে না দেখে কাকলির মুখটা তুলে বললাম - তুমি কি সে কাকলি ? কাকলি - কেন চিনতে পারছো না ? আমি -সত্যি আজকে তোমাকে দেখে আমি মোহিত হয়ে তাকিয়ে ছিলাম। কাকলি - আমার অবস্থায় তো সে রকমই ছিল গো দুটি পাঞ্জাবিতে তোমাকে আরো হ্যান্ডসাম লাগছে। আমার কাছে ঘেঁষে বসে বলল - আমার সাথে ছাড়া তুমি কখনো ধুতি পাঞ্জাবি পড়বে না।
আমি - কেন তোমার থেকে কেউ আমাকে কেড়ে নেবে সেই ভয়। কাকলি - তা নয় গো লোকের নজর লাগে তুমি জানতেও পারবে না।
আমি শুধু হাসলাম। আমরা দুজনেই পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম। কাকলি আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে একেবারে গুমিয়ে গেলো। ওকে সরাতে ইচ্ছে হলোনা কেউ দখলে বয়েই গেছে আমার। ও আমার বৌ এখন ওর অধিকার আছে আমার বুকে মাথা রাখার। কোন ফাঁকে কখন যে আমিও ঘুমিয়ে গেছি বুঝতে পড়িনি। অনেক হাসির আওয়াজ শুনে ঘুম ভাঙলো আমার তাকাতে দেখি অনেক মানুষ ঘরে ঢুকে পড়েছে। তার মধ্যে বিভাসদা পায়েল আর নিশাও আছে। আমাদের ওই পোজের ছবিও সবাই তুলেছে। আমি চোখ খুলতে বললেন - খুব টায়ার্ড লাগছে তাই না ? আমি কাকলির মাথা আমার কোলে রেখে উঠে বসে বললাম - ভীষণ টায়ার্ড দাদা এরকম করে বিয়ে করতে আমি চাইনি। শুধু রেজিস্ট্রি করে বিয়ে হলে এতো ঝক্কি ঝামেলা করতে হতো না। বিভাসদা - ওরে বাবা এই বিয়েটাই তো ভালো কত্ত মজা হয়। আর আমি বাঙালিদের বিয়েতে এর আগে যায়নি . তোমাদের বিয়ে একটু খানি আমি দেখেছি পুরোটা দেখার ইচ্ছে ছিল কিন্তু ঘুম পেয়ে যেতে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আর একটা কথা তোমাদের এখানে এসে আমায় যে ওয়ার্ম রিসেপশন পেয়েছি তা জীবনেও ভুলতে পারবোনা। সত্যি বাঙালিরা আপ্পায়ন করতে জানে। আমি শুনেছি যে আজকে তোমাদের কাল রাত্রি না যেন কি আছে। বাবা ওনার পিছনেই দাঁড়িয়ে ছিলেন বললেন - হ্যা ঠিক শুনেছেন আজকে আমার বাড়িতে যাবার পরে আর ও বৌয়ের মুখ দেখতে পারবে না। সেই পরশু ছাড়া। ঐদিন আমাদের বৌভাত হয় মানে বৌয়ের ভাত কাপড়ের দায়িত্ব স্বামীকে নিতে হয় এটাই রিচুয়াল বাঙালিদের।
বিভাসদা শুনে বললেন - খুব ভালো নিয়ম। এবার বিভাসদা আমাকে বললেন - তোমার হয়ে আমি নোটিস পাঠিয়ে দিয়েছি রেজিস্ট্রারের কাছে যাতে ওখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যায়। বাবা ওনার কথা শুনে আবেগে বললেন - তোমার মতো বস যদি সব অফিসে থাকতো। বিভাসদা - আঙ্কেল আমি ওর বস না ওর দাদা। অফিসে ওর বস কিন্তু তার বাইরে ওর দাদা আমি। আপনি কোনো চিন্তা করবেন না আমরা আছি ওদের দুজনের সাথে। আপনারাও আসুন না দিল্লিতে ওখানে আমার বাড়ি আর আপনার ছেলের বাড়ি ; আমরা সবাই আছি আপনাদের কোনো অসুবিধা হবে না। বাবা শুনে বললেন - নিশ্চই যাবো তবে এদিকটা একটু সামলে নিয়ে তবে। এর মধ্যে কাকলি উঠে পড়েছে ভীষণ লজ্জ্যা পরে গেছে ও। বিভাসদা ওকে দেখে বলল - কোনো লজ্জ্যা পাবার দরকার নেই বি স্মার্ট সিস্টার আমি তোমার দাদার মতো আমি বলছি। কাকলী বিভাসদাকে বলল - আমি জানি ও আমাকে আপনাদের সবার কোথাই বলেছে ওর কতটা খেয়াল রাখেন আপনারা। আমি একটু অন্য ঘরে যাই দাদা ? বিভাসদা - যাও গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। বিয়ের ঝামেলা সবটাই রাতেই হয়ে গেছে দিনের বেলাতে শুধু সূর্য পুজো হবে সেখানে আমাদের দুজন কে স্নান সেরে দাঁড়াতে হবে।
স্নান সেরে সূর্য পুজো শেষ হতেই আমি বুড়িকে ডেকে বললাম - কি হলো আমাকে কি খেতে দেবে না তুমি ? বুড়ি - কেন দেবোনা চলো খেতে বসবে। বিভাসদাকে সঙ্গে নিয়ে আমার সকলে মিলে খেয়ে নিলাম। আমার বাবা আর কাকলির বাবা দুজনে সব কিছু নিজেরা দাঁড়িয়ে থেকে তদারকি করতে লাগলেন। আমি কাকলির বাবাকে বললাম - এবার আপনারা খেয়ে নিন না আমাদের তো খাইয়ে দিলেন। উনি আমাকে বললেন - আমার ছেলের সব দিকে নজর আমার বাবাকে বললেন চলুন দাদা আমাদের এখন খেতে হবে জামাই বলেছে।
দুপুরেও খেয়ে নিয়ে আবার ঘুম দিলাম। চারটের সময় আমাদে ডেকে দিয়ে তৈরী হতে বলল। কাকলি সেই যে দুপুরে গায়েব হয়েছে এখন তার দেখা পেলাম না। হয়তো ওর মায়ের কাছে গিয়ে ঘুমোচ্ছে। ছুটকি এসে আমাকে বলল - দিদি তোমাকে ডাকছে গো। আমি ছুটকীর সাথে গেলাম দেখি ওখানে কাকলির মা রয়েছেন আমি ঢুকতেই উনি চলে যাচ্ছিলেন। আমি বললাম - যাচ্ছেন কেন আপনি এখানেই বসুন। কাকলি আমাকে বলল - শোনো না মিনার দেওয়া একটা দুল যেন কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছিনা। আমি শুনে বললাম - ভালো করে দেখো ঠিক পেয়ে যাবে। যেখানে রেখেছিলে সেখান দেখো আর যদি একান্তই না পাওয়া যায় তো একটা দুলতো আছে সেটার মতো আমি আর একটা বানিয়ে দেব তোমাকে। কাকলি - আমার না মন খারাপ হয়ে গেছে ও ভালোবেসে আমাকে দিয়েছে আর আমি যত্ন করে রাখতে পারলাম না। আমি ওকে সান্তনা দিয়ে বললাম মন খারাপ করোনা। কাকলির মা বললেন - সেই থেকে শুধু খুঁজে যাচ্ছে আর কাঁদছে। আমি ওকে বলছি আছে এখানেই কোথাও সব মিতে যাক আমি খুঁজে দেখবো।
যাইহোক , আমার মনটাও খারাপ হয়ে গেলো। সন্ধের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়িতে এসে মা বরন ডালা নিয়ে এসে আমাদের বরন করে ঘরে তুললেন। কাকলিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন - কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছো। অরে আমিও তো তোমার একটা মা আর তুমি আমার মেয়ে। আমার একটা ছেলে ছিল এখন থেকে তুমি আমার মেয়ে। কাকলি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আমি আর ওখানে দাঁড়ালাম না কেননা ওদের বাড়িতে সবাইকে কাঁদে দেখে আমার চোখেও জল চলে এসেছিলো। বিষয়ে করে ওর ভাই বিপ্র যে ভাবে কাঁদছিলো আমার কাছে সেটা সহ্য করা সম্ভব ছিলোনা।