16-07-2023, 08:19 PM
(৪)
মেসেঞ্জারে ইউসুফ ভাই আর তার মায়ের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট দেখে পায়ের তলা থেকে মাটি সরে গেলো সৈকতের। সেই জন্যই তার মা রাতের খাবার খেয়ে বেডরুমে ঢোকার পর আর বেরোয়নি বা বেরোনোর সময় পায়নি! কেন সে নিজেও জানে না, তবে হঠাৎ করেই নিজের মায়ের প্রতি ভীষণ অভিমান হলো তার। কিন্তু ষড়রিপুর প্রথম রিপুর অমোঘ আকর্ষণ এবং অবশ্যই কৌতুহলের বশবর্তী হয়ে একেবারে প্রথম থেকে ইউসুফ আর তার মায়ের হোয়াটসঅ্যাপের কথোপকথন পড়তে শুরু করলো সৈকত।
প্রথমেই সে দেখলো তার মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের কলেজের ছবি দিয়ে ইংরেজিতে বেশ কয়েকটা প্যারাগ্রাফ লিখে পাঠিয়ে সবশেষে বাংলায় ইউসুফ ভাই লিখেছে, "এই ডকুমেন্টসটাই আমাদের সংস্থার তরফ থেকে তোকে পাঠানোর ছিলো, সেই জন্যই ফোনটা দিয়েছিলাম তোকে। ভালো করে পড়ে রিপ্লাই করিস।"
এর প্রায় মিনিট পাঁচেক পর ..
বন্দনা - "আসলে ফোনটা আমার কাছে রয়েছে। আপনি সকালে বললেন না, ওকে এখন স্মার্টফোন ব্যবহার করতে না দেওয়ার জন্য! তাই আমার কাছেই রেখে দিয়েছি। কিছুক্ষণ আগেই টুং করে একটা শব্দ হলো মোবাইলে, শুনেছি। কিন্তু অভ্যাস নেই তো, তাই মোবাইলটা খুলে দেখতে একটু দেরি হয়ে গেলো। কালকেই তো ফেরত দিয়ে দেবো মোবাইলটা, অথচ একদিনের জন্য আপনি এতগুলো টাকা দিয়ে রিচার্জ করালেন, এটা ভেবেই খুব খারাপ লাগছে আমার। মোবাইলের টাকাটা না হয় আপনাদের সংস্থা দিয়েছে, কিন্তু রিচার্জের টাকাটা তো আপনার পকেট থেকেই গেলো! ও এখন পড়াশোনা করছে মনে হয় নিজের ঘরে। আপনি ওকে রিপ্লাই দেওয়ার কথা বলেছেন। ওকে গিয়ে কি এই মোবাইলটা দিয়ে আসবো এখন? ও তাহলে রিপ্লাই নাকি দেবে বলছেন, সেটা আপনাকে দিয়ে দিতে পারবে।"
ইউসুফ - "আপনি এখন কোথায়?"
- "আমি আমার ঘরেই রয়েছি .."
- "তাহলে আপনার ছেলেকে মোবাইল দিয়ে আসার কথা বলছেন! ও আপনার পাশে নেই?"
- "না না, আমি তো আমার ঘরে রয়েছি আর ও নিজের ঘরে রয়েছে .. দিয়ে আসবো মোবাইলটা?"
- "আচ্ছা এবার বুঝলাম, রাতে সৈকত আলাদা শোয়। নাহ্ .. ওকে এত রাতে ডিস্টার্ব করার দরকার নেই। ও যখন পড়াশোনা করছে, ওকে করতে দিন। এই মেসেজটাই ওকে কম্পিউটারে পাঠিয়ে দিচ্ছি আমি। ও ওখান থেকে রিপ্লাই দিয়ে দেবে।"
- "কম্পিউটারে কি করে পাঠাবেন?"
- "মেসেঞ্জারে .. আপনাকে পরে শিখিয়ে দেবো। আপনি কি বিরক্ত হচ্ছেন আমার সঙ্গে কথা বলতে?"
- "এ মা, না না .. তা কেন হবে? আসলে ম্যাসাজ করার খুব একটা বেশি অভ্যাস নেই তো। তাই লিখে পাঠাতে একটু দেরি হয়ে যাচ্ছে।"
- "ম্যাসাজ তো আমি একদিন পরে করে দেবো ভালো করে। আপনি বোধহয় মেসেজ বলতে চাইছেন, it's okay দেরি হলে no problem, ডিনার হয়ে গেছে আপনার?"
- "হ্যাঁ .. আপনার?"
- "ডিনার করতে করতেই আপনার সঙ্গে কথা বলছি। আসলে আমি যে কাজের মধ্যে আছি, তাতে প্রচন্ড hectic schedule থাকে আমার। একটু আগেই বাড়িতে ফিরলাম।"
- "আপনি এই বয়সেই এত কাজ করছেন। ওদের কলেজের ডকুমেন্ট না কি যেন হচ্ছে, সেই প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনি। তারপরে সকালে বললেন আপনি মডেলিং করেন। ভালোই রোজগার হয় আপনার, তাই না? জানেন তো আমার ছেলেটা না ভীষণ ঘরকুনো এবং ভিতু প্রকৃতির! ও যে কি করবে ভবিষ্যতে, ভগবান জানে। যদিও ওর বাবার নিজস্ব ব্যবসা আছে, তাই অসুবিধা হবে না। কিন্তু ব্যবসার কাজ করতে গেলেও তো চালাক চতুর হতে হয়, আমার ছেলেটা একদম বোকা।"
- "খাওয়া শেষ, হাতমুখ ধুয়ে এলাম। তাই রিপ্লাই দিতে একটু দেরি হয়ে গেলো। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ভিতু আর unsocial হলেও সৈকত খুব ভালো ছেলে, ও নিশ্চয়ই ভালো কিছুই করবে ভবিষ্যতে। ও আচ্ছা, আপনার হাজবেন্ডের নিজস্ব বিজনেস রয়েছে? কিসের বিজনেস?"
- "শাড়ির .. বারাসাতে কাপড়ের নিজস্ব দোকান আছে ওনার। এটা ওদের পৈত্রিক ব্যবসা।"
- "আচ্ছা ওই জন্যেই উনাকে সকালে দেখলাম না। উনি দোকানে গিয়েছিলেন বোধহয়! তা এখন বাড়িতে ফিরে এসেছেন নিশ্চয়ই?"
- "না না উনি এখানে থাকেন না। সপ্তাহে একদিনের জন্য আসেন। উনি বারাসাতে দোকানের কাছেই একটা বাড়ি ভাড়া করে থাকেন।"
- "আপনার স্বামীরা কয় ভাই বোন?"
- "ভাই নেই, উনার দুই দিদি রয়েছে। দুজনেরই বিয়ে হয়ে গিয়েছে।"
- "আচ্ছা বুঝলাম। আপনার দুই ননদ কি আশেপাশেই থাকেন?"
- "বড় ননদ লিলুয়াতেই থাকে। কিন্তু ছোট ননদ, মানে আমার স্বামীর ছোড়দি এখন কোথায় থাকে আমি বলতে পারবো না।"
- "কেনো?"
- "আমার ছোট ননদের স্বামী একসময় আমার বরের সঙ্গেই যৌথভাবে শাড়ির দোকানটা চালাতেন। তারপর পয়সা নিয়ে কি একটা গোলমাল হয়, সব দোষ গিয়ে পড়ে ছোট নন্দাইয়ের উপর। যদিও আমার ধারণা বিষয়টার মধ্যে অনেক গোলমাল রয়েছে। যাইহোক, সেই থেকেই আমাদের পরিবারে কেউ ওদের সঙ্গে সম্পর্ক রাখেনি।"
- "আচ্ছা বুঝলাম। তা কবে থেকে উনি আলাদা থাকেন?"
- "মানে? কে?"
- "মানে, কবে থেকে আপনার হাজব্যান্ড আলাদা বাড়ি ভাড়া করে থাকেন?"
- "আগে তো উনি বাড়ি থেকেই যাতায়াত করতেন। তারপর হঠাৎ করে শরীরটা খারাপ হওয়াতে প্রতিদিন যাতায়াত করা উনার পক্ষে মুশকিল হয়ে পড়লো। প্রায় বছর পাঁচেক হয়ে গেলো উনি ওখানে বাড়ি ভাড়া করে থাকেন।"
- "সকালে বললেন ওনার সুগার আছে। সেটাই কি শরীর খারাপের কারণ?"
- "সুগার তো বছরখানেক হলো ধরা পড়েছে। আসলে উনি বরাবরই একটু অসুস্থ। হাঁপানির রোগ আছে, তারপর পেটরোগা মানুষ .. তেল, ঝাল, মসলা কিছুই সহ্য হয় না। আর এখন তো সুগারের জন্য সবকিছুই বন্ধ।"
- "আচ্ছা এই হাঁপানির আর বদহজমের অসুখ .. এগুলো কি আপনার হাজব্যান্ডের বিয়ের সময় থেকেই ছিলো?"
- "হুঁ .."
- "ওনার বয়স এখন কতো?"
- "এইতো এই বছরের নভেম্বর এলে পঞ্চাশে পড়বে .."
- "যদিও মহিলাদের বয়স জিজ্ঞাসা করতে নেই। আসলে আমার লজ্জা-টজ্জা বরাবরই একটু কম। তাই জিজ্ঞেস করছি .. আপনার বয়স কতো?"
- "আমি মোটেই সেরকম মহিলাদের মধ্যে পড়ি না, যারা নিজেদের বয়স লুকায়। আমি এই ফেব্রুয়ারিতে ঊনচল্লিশে পড়লাম। কেনো বলুন তো?"
- "big difference big difference .. বয়সের অনেক ফারাক। তার উপর বিয়ের সময় থেকেই আপনার স্বামী একজন হেঁপোরোগী। আপনার বিবাহিত জীবনের কথা ভাবতে গিয়ে আমারই ভীষণ খারাপ লাগছে। আমি জানি আপনি আমার একটা কথাও স্বীকার করবেন না। কিন্তু আমি এটাও জানি কথাগুলো আমি একদম ঠিক বলেছি। দুঃখিত 'হেঁপোরোগী' এই টার্মটা ব্যবহার করলাম বলে। তার থেকেও বেশি দুঃখিত, আপনার বিবাহিত জীবন নিয়ে কথা বলে ফেললাম বলে। আসলে আমি ভীষণ সোজাসাপ্টা মানুষ। মনে যা আসে তা মুখের উপর বলে দিই। আমাকে ক্ষমা করবেন .."
মেসেজ পাঠানোর সময় অনুসরণ করে সৈকত দেখলো ইউসুফ এই কথাগুলো লেখার প্রায় পাঁচ মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তার মায়ের তরফ থেকে কোনো উত্তরের আসেনি। তারমানে, তার মা ইউসুফ ভাইয়ের লেখাটা পড়ে মনে মনে হয়তো ভীষণ রেগে গিয়েছে, তাই উত্তর দিচ্ছে না। সেটাই তো স্বাভাবিক, এরকম অসভ্যের মতো প্রশ্ন করলে মানুষ তো রেগে যাবেই! কথাগুলো ভাবতে ভাবতে আবার হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটে চোখ রাখলো সৈকত। দেখলো ইউসুফ আবার মেসেজ করেছে তার মা'কে।
- "কি ব্যাপার ম্যাডাম, কোনো রিপ্লাই দিলেন না? আপনার হাজব্যান্ডকে হেঁপোরোগী বলেছি বলে খারাপ লাগলো? নাকি আপনার বিবাহিত জীবন সুখের নয় বলেছি বলে খারাপ লেগেছে? কিন্তু দুটোই তো সত্যি। আমি কি ভুল কিছু বলেছি ম্যাডাম?"
- "কি জানি .."
- "এইতো .. ম্যাডাম আবার কথা বলেছে .. কি জানি মানে? কি জানেন না আপনি?"
- "কিছু না, এসব কথা ভালো লাগছে না, ছেড়ে দিন।"
- "আপনার পার্সোনাল ব্যাপারে আপনি নিজেই যদি বলতে সঙ্কোচবোধ করেন, তাহলে তো আমার আর কিছু বলার নেই। তবে আমার বলা কথাগুলো যে সত্যি সেটা আপনার চুপ করে থাকা আর প্রতিবাদ না করা দেখে বুঝতে পারলাম।"
- "সত্যি কথা সব সময় বলতে এবং স্বীকার করতে নেই।"
- "আচ্ছা, তারমানে আপনি স্বীকার করে নিলেন আমি প্রত্যেকটি কথা ঠিক বলেছি।"
- "দেখুন, আমাদের বিয়ে হয়েছে প্রায় কুড়ি বছর হলো। তাই এখন আর পুরনো কথা বলে কি লাভ? আসল সময়েই কিছু বললাম না, এই বয়সে এসে আর কি অভিযোগ করবো বলুন?"
- "তার মানে আসল সময়ে অর্থাৎ বিয়ের প্রথম কয়েক বছর আপনার অভিযোগ ছিলো আপনার স্বামীর প্রতি। তাই তো?"
- "হুঁ .. ছিলো, কিন্তু এই বয়সে এসে আর নেই।"
'ইশশ .. মা, এটা তুমি কি লিখলে? ইউসুফ ভীষণ ধূর্ত, ও তোমাকে কন্টিনিউ প্রশ্নের পর প্রশ্ন করে ফাঁদে ফেলার চেষ্টা করবে। ওর কথার জালে ফেঁসে গিয়ে এমন কিছু বলো না, যাতে ও আরও অন্তরঙ্গভাবে কথা বলার সাহস পায় তোমার সঙ্গে। ইউসুফ ভাইকে যে আমি বড় মুখ করে বলেছিলাম, তোমার প্রতি আমার ভীষণ কনফিডেন্স রয়েছে। আমাকে ওর কাছে হেরে যেতে দিও না প্লিজ..' বন্দনা দেবীর করা শেষ মেসেজটা দেখে এইরূপ স্বগোতক্তি করে উঠলো সৈকত। তারপর আবার স্ক্রিনশটে চোখ রাখলো সে।
- "তখন থেকে 'এই বয়সে এসে' কথাটা বলছো কেনো? ঊনচল্লিশ বছর আজকালকার দিনে আবার কোনো বয়স নাকি? আমাকে গালাগালি করো, আমার গায়ে হাত তোলো, আমি কিছু মনে করবো না। কিন্তু আমার সামনে 'তোমার বয়স হয়ে গেছে' এই কথাটা আর কোনোদিন বলবে না .. প্রমিস করো! তোমার বয়সে মানুষ নতুন করে জীবন শুরু করে, জানো? স্পেশালি মহিলারা। হ্যাঁ চেহারাটা হয়তো একটু ভারী হয়েছে তোমার, তবে ওটাই তো বাঙালি গৃহবধূদের ইউএসপি। কিন্তু এখনো যা ফিগার মেইন্টেন করেছো এবং তোমাকে যা সুন্দর দেখতে, তাতে আবার বিয়ের পিঁড়িতে অনায়াসেই বসতে পারো তুমি। না, একটুও বাড়িয়ে বলছিনা কথাগুলো। তোমার বয়সী এবং তোমার থেকেও বয়সে বড় মহিলারা আমাদের কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের মডেল। ওহো .. I'm extremely sorry কথা বলার ফ্লোতে আপনাকে 'তুমি' বলে ফেললাম। কিছু মনে করবেন না প্লিজ। আসলে আমি কাউকে বেশিক্ষণ আপনি-আজ্ঞে করতে পারি না।"
- "না না ঠিক আছে, আমি কিছু মনে করিনি .."
- "মানে, তোমাকে 'তুমি' বলতে পারি, তাইতো?"
- "হুঁ, ঠিক আছে .."
- "হুঁ, ঠিক আছে .. মানে? কথাটা এমন দায়সারা ভাবে বলছো যে, মনে হচ্ছে 'তুমি' সম্বোধনে তোমার আপত্তি রয়েছে। আমার মন রাখার জন্য রাজি হচ্ছো। পরিষ্কার করে বলো।"
- "বাবা, আপনার তো ভীষণ জেদ দেখছি! আর কিভাবে পরিষ্কার করে বলবো?"
- "অবশ্যই, যারা প্রকৃত পুরুষসিংহ হয়, তাদের জেদ, রাগ .. এগুলো একটু বেশিই হয়। আমি তোমাকে 'তুমি' করে বলি, সেটা তুমি চাও .. এইভাবে বলো। আর একটা শর্ত আছে আমার, তোমাকেও আমাকে 'তুমি' করে বলতে হবে, রাজি?"
- "আচ্ছা বাবা ঠিক আছে, তুমি আমাকে 'তুমি' করে বলো। এবার খুশি তো?"
- "আমি খুশি তো তখন হবো, যখন দেখবো তুমি প্রাণ খুলে হাসছো.."
- "মানে? আমি প্রাণ খুলে হাসি না, এ কথা তোমাকে কে বলেছে?"
- "কেউ বলেনি, আমার চোখে এক্সরে মেশিন লাগানো রয়েছে, আমি সব দেখতে পাই। সাংসারিক চাপ তো আছেই, এছাড়া তোমার দায়িত্বজ্ঞানহীন স্বামীর অনুপস্থিতিতে, শ্বশুর-শাশুড়ির সেবায় নিজের জীবন উৎসর্গ করে আর ছেলে মানুষ করতে করতে তোমার মুখের মিষ্টি হাসিটা যে কোথায় হারিয়ে গেছে তা তুমি নিজেও জানো না। ভুল বললাম কথাগুলো?"
- "না, তবে আমার স্বামীকে 'দায়িত্বজ্ঞানহীন' বলাটা বোধহয় ঠিক হবে না .."
- "আরে দায়িত্ব পালন করা মানে কি শুধু মাসের শেষে বউয়ের হাতে টাকা তুলে দেওয়া? সেটা তো অফিসের বসেরাও তাদের অধঃস্তন কর্মচারীদের হাতে মাসের শেষে টাকা তুলে দেয়। স্বামীর দায়িত্ব পালন করতে ব্যর্থ তোমার হাজব্যান্ড। এটা তোমার কথাতেই স্পষ্ট হয়ে গেছে আমার কাছে। এখন শুধু শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো কেনো?"
- "আসলে তা নয়। শুধু নিজের স্বামীকে দোষ দিয়ে তো লাভ নেই। হ্যাঁ ওনার দোষ অবশ্যই রয়েছে, কিন্তু তার পেছনে সংসারের অন্যান্য সদস্যদের হস্তক্ষেপও রয়েছে বা বরাবর ছিলো। সব কাজ মুখ বুজে আমাকে করে যেতে হবে, অথচ পান থেকে চুন খসলেই .. যাক ছাড়ো ওসব পুরনো কথা। তাছাড়া তোমার বয়স অল্প, এখনো বিয়ে করোনি, তুমি এসব বুঝবে না।"
- "বয়স আর বিয়ে দিয়ে কি আর অভিজ্ঞতা বিচার করা যায়? তোমার পরিবারের বাকি সদস্য অর্থাৎ তোমার শাশুড়ি কিংবা তোমার ননদদের কথা বলছো তুমি .. সেটা আমি বুঝতে পেরেছি। আসলে কি জানো তো .. তোমার মতো সরল সাদাসিধে ভালো মানুষদের এই সংসার সবসময় ব্যবহার করে এসেছে, ম্যানিপুলেট করে এসেছে। তোমার ভালো লাগা, খারাপ লাগা এগুলোর দিকে কোনোদিন নজর না দিয়ে দিনের পর দিন তোমাকে দোষ দেওয়া হয়েছে তোমার প্রতিক্রিয়ার জন্য। কিন্তু কখনও এটা বোঝার চেষ্টা করা হয়নি যে তুমি এমনি এমনি রিয়্যাক্ট করোনি। তোমার সেই প্রতিক্রিয়াগুলোর পিছনে সেই মানুষগুলোর কিছু টক্সিক ক্রিয়া ছিলো। যারা ম্যানিপুলেট করে, তারা নিজেদের দোষ দেখতে পায় না, নিজেদের টক্সিক কর্মকান্ড দেখতে পায় না।
ওরা তোমাকে ঠাস করে চড়িয়ে দিলেও কোনও দোষ নেই। অথচ তুমি আঘাত পেয়ে, 'আহ..' বললেও ওরা বলবে, 'এই! একদম চিৎকার করবে না আমার ওপর..' খুব ভুল বললাম কি কথাগুলো?"
- "নাহ্ .. একদম ঠিক বলেছো। তুমি এত সুন্দর কথা বলো কি করে? তোমার সঙ্গে কথা বলে মনটা অনেক হাল্কা লাগছে। তুমি সত্যিই একজন গুণী মানুষ। তবে আর বেশি কথা না বলাই ভালো, অভ্যেস খারাপ হয়ে যাবে। কাল তো বাবুর কলেজ আছে, ওর সঙ্গে কি তোমার কলেজে দেখা হবে? তাহলে কাল সকালে ওর হাতে ফোনটা দিয়ে দেবো। ও তোমাকে ফেরত দিয়ে দেবে।"
- "আচ্ছা, ওই জন্য বললে বেশি কথা না বলা ভালো, অভ্যাস খারাপ হয়ে যাবে? তোমাকে একটু আগে আমি কি বললাম? আমি খুশি তো তখন হবো, যখন দেখবো তুমি প্রাণ খুলে হাসছো। আর আমার সঙ্গে কথা বলার পর এখনই তুমি প্রাণ খুলে হাসতে শুরু না করলেও, তোমার মনে সেই হারিয়ে যাওয়া সুখ, শান্তি ফিরে এসেছে। তুমি নিজেই একটু আগে স্বীকার করেছো যে, আমার সঙ্গে কথা বলে তোমার অনেক হাল্কা লাগছে। তাহলে তোমার সেই সুখ আর শান্তি থেকে তোমাকে কি করে বঞ্চিত করি আমি? এই ফোন আমি মরে গেলেও আর ফেরত নেবো না। ওটা তোমার কাছেই রেখে দাও, আমার দিব্যি রইলো।"
- "না না, এটা হতে পারে না। এত দামী উপহার আমি তোমার কাছ থেকে কেন নিতে যাবো?"
- "ঠিক আছে, নিও না। ব্যবহার করতে ইচ্ছে না করে ফেলে দিও। কিন্তু তোমার ছেলেকে দিয়ে আমাকে ফেরত পাঠিয়ে না। আজ অনেক রাত হলো, আর জেগে থেকো না, শুয়ে পড়ো। কাল তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো, যদি মোবাইলটা ফেলে না দাও তাহলে রিপ্লাই করো .. গুড নাইট।
- "ছেলের আবার রাগ হলো দেখছি! আচ্ছা ঠিক আছে, কালকের কথা কালকে দেখা যাবে .. শুভরাত্রি।"
অতঃপর শেষ হলো তার মা আর ইউসুফ ভাইয়ের হোয়াটসঅ্যাপ চ্যাটিং। মেসেঞ্জারটা অফ করে আবার অন করলো সৈকত। আলফা গ্রেট ওরফে ইউসুফকে আর সে দেখতে পেলো না মেসেঞ্জারে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত বারোটা বেজে গিয়েছে। মেসেঞ্জারে ইউসুফের উদ্দেশ্যে কিছু একটা লিখতে গিয়েও লিখতে পারল না সে। ভেতরে ভেতরে নিষিদ্ধ উত্তেজনা অনুভব করলেও একটা অজানা ভয় গ্রাস করছিলো তাকে। কম্পিউটার বন্ধ করে, বাথরুম থেকে ঘুরে এসে, আলো নিভিয়ে শুয়ে পড়লো সৈকত।
~ পরের আপডেট কিছুক্ষণের মধ্যেই আসছে ~