Thread Rating:
  • 20 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romantic Thriller সুলতানার ডায়েরি
#57
আদিনাথ আজকে মাশরুম রান্না করছে, ফ্লাইট থেকে নেমেও আদির জেটল্যাগ ফিল হচ্ছে না দেখে একটু অবাক লাগল। আদি মাশরম নিয়ে এলো, সঙ্গে ভাত-ডাল আর আলুসেদ্ধ। ঘি এর কৌটো খুলে একটু করে ঘি ছড়াচ্ছি, এমন সময়  যামিনীর দিকে চোখ গেল, অসম্ভব সুন্দরী মেয়ে একদম নিরপরাধ, কিন্তু আদির কথায় নাকি ডাইনি। আচ্ছা আদি কি সত্যি মস্তিষ্ক পড়তে সক্ষম? 
শুধু পড়তে না বুঝতেও?
কে বলল? কথাটা? আমি নিজের অজান্তেই আঁতকে উঠলাম, উত্তরটা যেন কেউ কানের ভেতরে দিল। 
আরে আঁতকে উঠছ কেন? আমি উত্তর দিলাম,এই যে,এদিকে সুলতানা  আমি যামিনী! 
যামিনীর দিকে তাকাতেই দেখি সে ভাত মাখছে, কি হল তাকে দেখে মনে হচ্ছে না সে কথা বলছে কিন্তু!
কিন্তু কিন্তু কি করছ? আমিও তো মাইন্ড রিড করেই উত্তর দিচ্ছি!
টেলিপ্যাথি!!.....
বলতে পারো!
হাসি পেয়ে গেল, মনে মনে বললাম" আছে আছে....."
এই একই ডায়লগ গেয়ো না তো উপেন্দ্রর নাতিটা যবে থেকে লিখেছে তোমাদর মাথায় একদম ওই একই জিনিস গেঁথে দিয়ে গেছে। 
বাপরে এ তো দেখছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরিকেও চেনে?
শুধু চিনি না খুঁকি তাকে ছোটোবেলায় নিজের হাতে খাইয়েছিলাম। 
হুম, বুড়ি ঠাকু.....
এই খুকি .....ঠাকুমা কাকে বলছিস?
তুই চিৎকার কি করছিস?
চিৎকার করলেও কেউ শুনবে না এটা সিকিওর মাইন্ড রিডিং বুঝলে সুলতানা খুকি, কারও দম নেই এটা ব্রেক করে এই কনভারসেশনটায় ঢোকে। 
কেন? হোয়াটস্যাপ নাকি? 
বলতে পারো এন্ড টু এন্ড এনক্রিপটেড! 
খুব ভালো যামিনীদেবী এবার আপনিও একটা ব্রেন্ডন রিডিং সাইট খুলে ফেলুন। 
নেকুপুশ!! আমার অন্য অনেক কাজ আছে,
আদিনাথ হঠাৎ গলাটা ঝেড়ে বলল, " হোয়টস্যাপ এখন সেফ?"
ডেটা লিক্ হচ্ছে শুনলাম!"
মানে?(দুজনেই সমস্বরে বলে উঠলাম)
আরে এই যে নিউজ পোর্টালে দেখলাম তাই বললাম!
এই সুলতানা জানো যামিনী আগে উপেন্দ্রকিশোরের জেঠুর জমিদারিতে থাকত। 
ওহ, তারপর? 
তারপর চলে আসে, ভাত খাওয়াতে পারেনি! 
বেশ হাসি পাচ্ছিল।  যামিনী একটু হকচকিয়ে গেল তারপর খাওয়ার মনোনিবেশ করল। 
যামিনী মুখ টা নামিয়ে খেতে যাচ্ছিল, দেখলাম ওর মাশরুমে রসুন, এতে রসুন আছে.....হে আল্লাহ রসুন তো ওদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনে, আমি টেবিলের উপর উঠে ওর হাত থেকে বাটিটা কেড়ে নিয়ে বললাম " একদম খাবে না এতে রসুন আছে"
তো? 
তো মানে? এতে রসুন আছে খেলে তোমার কি হবে ভেবেছ?
কি হবে? মানে? ওহ তুমি কি আমাকে ভ্যাম্পায়ার মনে করেছ? দেখ সুলতানা ভ্যাম্পায়ার আর ডাইনী আলাদা। তুমি কি ওরাংওটাং আর শিম্পাঞ্জি তে পার্থক্য বোঝা না। আমরা আর ভ্যাম্পায়ার এক না। শোনো এসব সং সেজে বাদুড় হয়ে ঘোরা তোমাদের কুল লাগতে পারে আমার না। 
সরি, যামিনী আমি বুঝিনি। তো তুমি কোনটা? ওরাং-ওটাংটা নাকি.......?
 আদি না থাকলে না তোর নাক টা ফাটিয়ে দিতাম। 
কি বললি? তোর ডাইনী বিদ্যা তোর ওখানে গুঁজে রাখা! আমার সাথে না বুঝলি আমি আফ্রিন সুলতানা।
কিহ!! তুই সুলতানা হো আর মহারাজই হো তোকে দেখাচ্ছি বলে চামচটাকে তরবারির মতো ধরল, আমিও তাই 
ডুয়েল লড়বি?
কেন তুই লড়বি নাকি ডাইনি?
ডাইনি কাকে বললি রে মুখপুড়ি?
তোকে!! ডাইনীই তো তুই!
আবে যা! ওর বিদ্যা অর্জন করতে তোর চার পুরুষের ফেটে হাতে চলে আসত!
যামিনী এটা ভদ্রলোকের বাড়ি তোমার গুহা না আমার চার পুরুষ নিয়ে বলার তুই কে?
তোর চার পুরুষের  থেকে বেশি বয়স আমার বুঝলি?
আদি এবার বেশ গম্ভীরভাবে বলল " দুজনে চুপচাপ খেয়ে ওঠো"
এই তুমি চুপ থাকো বুঝলে!(দুজনে সমস্বরে
 বলে উঠলাম)
[+] 2 users Like চিত্রক's post
Like Reply


Messages In This Thread
RE: সুলতানার ডায়েরি - by চিত্রক - 13-07-2023, 02:51 AM



Users browsing this thread: 2 Guest(s)