Thread Rating:
  • 9 Vote(s) - 2.89 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery ট্র্যাজেডি থ্রিলার নিজেকে সমর্পণ
#2
ট্র্যাজেডি থ্রিলার নিজেকে সমর্পণ-


ওদিকে কাসেম থাকে ওর রোগাক্রান্ত মা ও বিধবা বোনের সাথে।ওর মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মায়ের ওষুধের পিছনেই কাসেমের বেতনের বেশিরভাগ টাকা ব্যয় হয়ে যায়। কাসেম চাকরি করে, তাই ওর মায়ের সেবা করে ওর বিধবা বড় বোন।
সারাদিন সুলেখার বাড়ীতে ভালো ভালো অনেক খাবার খেয়েই দিন কাটে কাসেমের, তাই রাতে বাড়ীতে শুধু ঘুমানোর জন্যেই ফিরে আসে সে। যেহেতু সুলেখার ওর বাড়ীতে কাজের লোকদের থাকতে দেয় না।
দোতলায় ওর স্বামীর বিশাল বড় স্টাডি রুম আছে, সেখানেই বই পড়ে, কবিতা আবৃতি করে, গান শুনেই কাটে আকবর সাহেবের। বাবা প্রচুর অর্থ রেখে গেছেন, তাই অর্থ কামাই নিয়ে কোনদিন চিন্তা করার দরকার হয় নি আকবর সাহেবের। উনার একটা শখ হলো, বিভিন্ন পুরাকীর্তির জিনিসপত্র সংগ্রহ করা। প্রাচিন আমলের বিভিন্ন রকমের তৈজসপত্র, মুদ্রা, শোপিস সংগ্রহ করে আনা উনার সখের কাজ।
এই কাজে প্রচুর অর্থ ও ব্যয় করেন তিনি। স্ত্রী সুলেখার সারাদিন কিভাবে কাটে, কি করে, সেটা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই উনার।এমন কি উনি কালে ভদ্রে ও সুলেখার ফার্মেসীতে পা রাখেন না,ওষুধের গন্ধে নাকি উনার মাথাব্যথা হয়ে যায়,তাই খুব বেশি দরকার না পড়লে সুলেখার চেম্বার কাম ফার্মেসিতে পা দেন না তিনি।বিকালে সন্ধ্যের পড়ে উনার কিছু ঘনিষ্ঠ আঁতেল বন্ধুবান্ধব আসেন উনার কাছে।
ওদের সাথে বসে আড্ডা দেয়া এবং ঘরের কাজের মহিলাকে ঘন ঘন চা নাস্তার অর্ডার দেয়া ছাড়া অন্য কোন কাজে তিনি গলার কথা খরচ করেন না।রাতে ঘুমানোর সময় পাশে শোয়া স্ত্রীর শরীরে হাত দিয়ে একটু আদর করে দেয়া, স্ত্রী কে জড়িয়ে ঘুমানো,এই সব উনার স্বভাবে নেই। স্ত্রীকে উনি ঘরের একটা আসবাবপত্রের চেয়ে ও বেশি দাম দেন নি কোনদিন।
আকবর সাহেবের বাড়িটা চৌরাস্তার ধারে,কাজেই চৌরাস্তার অন্য ধারে একটা হোটেল আছে, যেখানে খাবারের সাথে সাথে রাতে মদ গাঁজার আড্ডা ও চলে।গভীর রাতে, রাত ১ টা বা ২ টার দিকে যখন হোটেল বন্ধ হয়,তখন একদল মাতাল নেশাখোর লোক হোটেল থেকে হইচই করতে করতে বের হয়।
এই দৃশ্যটা দোতলার নিজের বেডরুমের জানালা থেকে দেখার পরই সাধারনত আকবর সাহেব ঘুমাতে যান।কেন এই দৃশ্যটা না দেখে ঘুমালে আকবর সাহেবের ভালো লাগে না, তিনি জানেন না।
নিজে কখন ও নেশা করেন না তিনি, কিন্তু গভীর রাতে মাতাল নেশাখোর লোকজনের কথা বা আচরন দেখে মজা পান তিনি।স্ত্রী সুলেখা কখনও এই কাজে স্বামীর সহগামি হন না।মাতাল নেশাখোর লোকজন দেখতে খুবই অপছন্দ করেন তিনি।
এই বাড়ির কোন জিনিষের প্রতি যদি আকবর সাহেবের আকর্ষণ থাকে,তাহলে সেটা হলো উনার একমাত্র মেয়ে অদিতি।কৈশোর পেরিয়ে যৌবনে পা দিচ্ছে অদিতি। বাবার বই পড়া, কবিতা আবৃতি এবং গান শোনাকে খুব উপভোগ করে অদিতি।
তাই বলতে গেলে অনেকটাই বাবার নেওটা সে।যদি ও তার লেখাপড়া থেকে শুরু করে, কাপড় পড়া, গোসল করা, খাবার, কলেজ, সব কিছুকেই অত্যন্ত দায়িত্ব নিয়ে চালায় ওর মা সুলেখা।
যদি ও মেয়ের সাথে সব সময় আঠার মত লেগে থাকে সুলেখা,কিন্তু তারপর ও সেখানে আদরের চেয়ে শাসনের ভাগটাই বেশি থাকে।সেই জন্যেই এই বয়সের মেয়েদের যা হয়ে থাকে, মেয়ে সব সময় বাবার পক্ষে থাকে।কারণ বাবার কাছ থেকে আদর ছাড়া কোন রকম শাসন সে কোনদিন পায় নাই।
সুলেখা আর আকবরের সম্পর্কটা একটু অন্যরকম। কোনদিন সে সুলেখার প্রতি কোন রকম আদর ভালবাসা সোহাগ জাতীয় জিনিষ প্রদর্শন করে নি আজ পর্যন্ত।বিয়ের পর পরই কোন এক রাতে কিছুটা সেক্স করার ফলে সুলেখা গর্ভবতী হয়ে যায়।
অদিতি হচ্ছে সেই মিলনের ফল।এর পড়ে কালে ভদ্রে ও আকবর সাহেবের যৌন উত্তেজনা আসতো এতো বছর ধরে, তখন সে ৫ মিনিট সুলেখার শরীরের উপর থেকে নেমে যেতো। এই জীবনে কোনদিন প্রকৃত যৌন সুখ পায় নি সুলেখা।
আর অন্যদিকে আকবরের না আছে যৌন সুখ দেয়ার ইচ্ছা,না আছে ক্ষমতা। সে আছে তার জ্ঞানের জগত নিয়ে। রাতে দুজনে এক সাথে ঘুমায়,এক সাথে খাবারের টেবিলে বসে খায়, মাঝে মাঝে সুলেখা হয়ত ওর স্বামীকে সংসারের কোন কথা বলে,মেয়ের ভবিষ্যৎ নিয়ে কোন কথা বলে, তখন আকবর বসে বসে ঝিমাতে থাকে,আর মাঝে মাঝে হ্যাঁ,ঠিক আছে, করে ফেলো,এই টাইপের কিছু জবাব ছাড়া আর কোন কথা বের হয় না ওর মুখ দিয়ে।শুধুমাত্র নিজের সামাজিক অবস্থান ও শিক্ষা এবং মেয়ের মুখের দিকে তাকিয়ে সুলেখা ওর দিন পার করছে, আকবর সাহেবের সংসারে।
মেডিক্যাল কলেজে লেখাপড়ার সময় সুলেখার রুপে কত পুরুষ দিওয়ানা ছিলো।সুলেখা সেই সময় কাউকে পাত্তা দেয় নি।মেয়ে অদিতির মুখের দিকে তাকালে সুলেখার এই কষ্ট অনেকটা দূর হয়ে যায়। মেয়ে যে ওর চেয়ে ১০ গুন বেশি সুন্দরী,রূপসী আর লেখাপড়ায় ও দারুন মেধাবী,এটা ভাবলেই সুলেখার গর্বে বুক ভরে যায়।
এমন সুন্দর পুতুলের মত মেয়েটাকে জন্ম দিতে পেরে এবং ওকে মানুষ করতে পেরে সুলেখার মনে হয় ওর জীবনের সব চাওয়া পাওয়া দূর হয়ে গেছে। যদি ও সুলেখার এই উপলব্দি খুব শীঘ্রই পরিবর্তিত হয়ে যাবে আপনাদের সামনে।
রাবেয়া ও কাসেম কাজ করছে সুলেখার সাথে প্রায় ৪ বছর ধরে।রাবেয়া খুব ভালো কাজ জানে, আর সুলেখার কথা খুব ভালো বুঝতে পারে, এই জন্যে অনেক বেশি বেতন দিয়ে রাবেয়াকে সে নিজের কাছে রেখেছে।
অন্যদিকে কাসেমকে একটা কেমন যেন টাইপের মনে হয়,তবে সুলেখার কঠিন অনুসাশন ও নিয়মের কারনে ওর সামনে কোনদিন বেয়াদপি করতে সাহস পায় নি কাসেম। দেশে যুদ্ধ শুরু হবে হবে করছে,এমন সময়, সুলেখার স্বামীর পরিচিত এক আর্মির কর্নেল এসে প্রায়ই কাসেমকে ধমক দিয়ে যায়।
এই সব কাজ বাদ দিয়ে ওকে আর্মিতে ঢুকে যেতে বলে,না হলে ওকে কোনদিন ওদের টর্চার সেলে ধরে নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছে প্রায় দিনই।সুলেখাই বার বার সেই কর্নেলকে অনুরোধ করে কাসেমকে রক্ষা করছে।
কাসেমেরও বড়ই ভয় এই পাকিস্তান আর্মির কর্নেলকে।কোনভাবেই সে আর্মিতে ঢুকতে চায় না, তার উপর আর্মির লোক যদি ওকে নিয়ে একবার টর্চার সেলে ঢুকিয়ে জিজ্ঞাসাবাদ করে,তাহলে তো কথাই নেই,কাসেম আর জীবন নিয়ে ওখান থেকে বের হতে পারবে না।
পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামীদের সাথে কাসেমের কোন যোগাযোগ আছে কি না,এই প্রশ্নের সম্মুখিন হতে হয় কাসেমকে প্রায় প্রতিদিনই।আকবর সাহেবের আর্মির বন্ধুরা এই বাড়ীতে এলেই কাসেমকে দেখলেই জানতে চায় সেটা।সুলেখাই রক্ষা করছে বার বার কাসেমকে।এই কারনে কাসেম ও সুলেখা প্রতি খুবই কৃতজ্ঞ।
 
[+] 1 user Likes Zarif's post
Like Reply


Messages In This Thread
RE: ট্র্যাজেডি থ্রিলার নিজেকে সমর্পণ - by Zarif - 13-07-2023, 01:12 AM



Users browsing this thread: 7 Guest(s)