11-07-2023, 09:30 PM
(This post was last modified: 11-07-2023, 09:33 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-07-2023, 09:08 PM)Monen2000 Wrote: চালিয়ে যাও দারুণ হচ্ছে
Like & Repu added.
ধন্যবাদ বন্ধু
(11-07-2023, 09:13 PM)Baban Wrote: যদি গল্পের মূল উল্লেখযোগ্য বিষয় বস্তু থেকে বেরিয়ে গল্পে কামের বিচরণের মুহূর্ত নিয়ে আলোচনা করা যায় তাহলে বলবো কাকসন বিষয়ের মূল আকর্ষণ ও উত্তেজনার প্রথম ভাগই হলো আপন জনের ওপর ওপর জনের অধিকার বিস্তার। অর্থাৎ নিজের প্রতিদিনের চেনা মামনির জীবনে হটাৎ করে আসা কোনো পরপুরুষের পরিচয় ও প্রভাব তাও সন্তানের সামনেই। আপন মানুষটার সামনে তারই সন্তানের অপমান ও জন্মদাত্রির সুখ্যাতি। সন্তানের সামনেই মা ও সেই পুরুষের নিকটে আসা একটু একটু করে আর শেষে মাতৃ মনে ও শরীরে অধিকার বিস্তার ও ব্যাক্তিত্তের পরিবর্তন আর শেষে ধ্বংস কিংবা উদ্ধার।
এই গল্পের এই বিশেষ অংশে সেই শুরুর ধাপটা স্পষ্ট দেখতে পাচ্ছি। চরম ভাবে এগিয়ে চলেছে গল্প। নন্দনা দিদির ফোনে বলা কথা গুলোর উত্তরের রহস্য ভেদ যত হতে থাকবে ততই পাঠকদের অবস্থা খারাপ হতে থাকবে।
ব্যাপক!!
শেষে এইটুকুই বলবো যে কাহিনীর গরু বাস্তবের মাটিতের থাকুক কিন্তু বিপদজনক কামুক পথ অতিক্রম করার সময় যেন যাত্রীরা ভয়ানক পৈশাচিক অথচ অশ্লীল কিছু দৃশ্যর সাক্ষী হোক। বাকি তুমি একজন যোগ্য লেখক। বলার কিছুই নেই।
ওহ্ দারুন দারুন দারুন বিশ্লেষণ সেই জন্যই তো তুমি আমার উপন্যাসের একজন অন্যতম সেরা পাঠক। আমার গল্পের গরুকে বাস্তবের জমিতেই রাখার চেষ্টা করি সাধ্যমত, গাছে উঠতে দিইনা। তবে চমক এখনো বাকি, এটুকু বলতে পারি। আর উত্তেজনা? সেটা তো চরম লেভেলের হবে।