10-07-2023, 01:35 AM
(09-07-2023, 11:53 PM)Baban Wrote: আমি নিজেই বেশি বেশি করে আসতে পারছিনা আগের মতো। হয়তো এর কারণ আর সেভাবে লেখার কোনো বিশেষ চাপ বা ইচ্ছেও নেই যে কান মুলে লেখক সত্ত্বাটা লিখতে বাধ্য করবে। তাই অনিয়মিত হয়ে পড়েছি। শুধুই বুম্বাদার গল্প পড়তে আসি। আজ অনেকদিন পরে এই গল্পটার পর্ব পেয়ে দারুন ভালো লাগলো। আমার তোমার ওই অন্য গল্পটার থেকেও এটা অনেক বেশি ভালো লাগে। কারণ ওই পাগল আর পাগলী দুটো। ওদের ছোট্ট থেকে বড়ো হবার যাত্রার সঙ্গী হতে পেরে ভালোই লাগে। আজকের পর্বে ওদের প্রাপ্ত বয়স্ক রূপটার থেকে কম বয়সী রূপটা বেশি ভালো লাগলো যেন। একটা ছেলের অন্তরে চলতে থাকা সমস্ত অনুভূতি গুলো দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছো আর একটা পাগলির ওই একটা লাইন - "আমাকে ছাড়া অন্য কাউকে যদি বলিস তো মেরেই ফেলবো " এই একটা লাইন যথেষ্ট তার অন্তরের অনুভূতি বোঝাতে। দারুন। ❤❤
অনেক দিন পর তোমাকে পেয়ে আমি উচ্ছ্বসিত।
খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তোমার নতুন লেখার জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর আমাদের মন শরীর দুটোই চাঙা করে দিবে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।