06-07-2023, 09:20 PM
(06-07-2023, 08:50 PM)Baban Wrote: উফফফ এই হলো গায়ে আগুন আর মগজে সেক্সচুয়াল টেনশন জাগানো আপডেট। নন্দনা দিদির ফোনে বলা ওই বিশেষ কথাটা বলার রহস্য যত দূর হচ্ছে একটু একটু করে ততই কামউত্তেজনার পারদ চড়চড়িয়ে বাড়ছে উফফফফ।
তবে একটা ব্যাপার দেখে আজ আমিও অবাক হলাম। তুমি এতদিন আমার গল্পের কোনো বিশেষ পর্ব /অংশ পড়ে বলতে তোমার মগজে ভেবে রাখা নিজের গল্পের কোনো অংশের সাথে আমার বর্তমান পর্বের /গল্পের ওই বিশেষ অংশের অদ্ভুত মিল। দুজনের এমন মিল হয় কিকরে?
আজ আমাকেও বলতে হচ্ছে ওই একই কথা। ওই ধীরেন চরিত্রটার সাথে আমার ভেবে রাখা একটা ছোট গল্পের অদ্ভুত মিল পেলাম। তার জন্য আমার ভেবে রাখা অতীতের ঘটনাও কিছুটা মিলে গেলো। যদিও আমার ভাবা সে গল্প ছোট গল্প আর তোমার এই ধীরেন হয়তো আবারো ফিরবে। দেখি এবার ওই ছোট গল্প লিখলে কিছু পরিবর্তন করতে হবে আমায়।![]()
যাই হোক..... ধীরেনের অংশটা দুর্দান্ত। অন্য নারীর সেবার গল্প করতে করতে বন্দনা দেবীর সেবার মুহূর্ত চরম জাস্ট!
সেদিন ছেলেটাকে গালি দিয়ে পরে খারাপ লাগছিলো। আজকের পর্ব পড়ে অনেকটা হালকা লাগছে। ভুল কিছু বলিনি সেদিন।![]()
(পর্ব আগের পৃষ্ঠায় আছে বন্ধুরা)
সত্যিই আমাদের দু'জনের মনের মিল রয়েছে, এ কথা অনস্বীকার্য। অসংখ্য ধন্যবাদ

(06-07-2023, 09:08 PM)Monen2000 Wrote: দারুণ অনবদ্য![]()
![]()
এবারে বোধহয় আসল খেলা শুরু হবে।
লাইক এবং রেপু দেওয়া হয়ে গেছে।
অনেক ধন্যবাদ