05-07-2023, 09:21 AM
(04-07-2023, 10:28 PM)Somnaath Wrote:we are SAFF champion
একটা সময় middle east এর দেশগুলির সঙ্গে খেলা হলেই আমরা চার থেকে পাঁচ গোলে হারতাম। সেই সময় আমাদের র্যাঙ্কিং ছিলো দেড়শ বা তার থেকেও অনেক বেশি। এই কুয়েতের কাছেই ২০১২ সালে আমরা ১ - ৯ গোলে হেরেছিলাম। এখন আমরা বিশ্বকাপ খেলা কাতারের সঙ্গে ড্র করি, চায়নার সঙ্গে ড্র করি, সিরিয়াকে হারাই, কিরগিজস্তানকে হারাই, লেবানন কে হারাই, কুয়েতকে হারাই। আমাদের র্যাঙ্কিং এখন প্রথম একশোর মধ্যে চলে এসেছে। ভারতীয় ফুটবল ধীরে ধীরে উন্নতি করছে। ক্রিকেট নিয়ে মাতামাতিটা একটু কম করে, ফুটবলের পরিকাঠামাকে আরো উন্নততর করার চেষ্টা করা উচিৎ বলে মনে করি।