04-07-2023, 07:58 PM
(04-07-2023, 12:27 PM)Patrick bateman_69 Wrote: Jupiter dada ki bollo fire ashbe ki naki unar nijer blog khulbe?
না উনি আর ফেরত আসবেন না। কারণ কিছু লেখক আর কিছু কপিপেস্ট করা লেখক এমন ভাবে ওনার পেছনে লেগেছিল সে সব এডমিন কে বারবার জানানোর পরেও এডমিন কোনও প্রকারের স্টেপ নেই নি তাই উনি এখানে আসবেন না। এখনও উনি নিজের ব্লগ শুরু করেন নি । আর এমনিতে উনি অন্য যেখানে এখন থেকে লেখালেখি করবেন সেখান থেকে অনেক কিছু পাবেন। সেই সব জায়গাতে অর্থ সন্মান দুটো পাবেন। ফ্রীতে গসিপে লিখবে আবার গালাগাল শুনবে কেন!!!!
(04-07-2023, 03:02 PM)Arpon Saha Wrote: এসব ভালো লেখকদের সাথে কিভাবে ব্যক্তিগত ভাবে কথা বলা যাবে?
এ ফোরামের অনেকের সাথে ব্যক্তিগত ভাবে পরিচিত হতে চাচ্ছি।
সাবধান এই কাজ ভুলেও করবে না এখানে এমন এক শ্রেণীর লেখক দল এবং কপিপেস্ট করা দল আছে যারা তোমার থেকে তোমার সব কিছু যেনে পড়ে তোমাকে ব্লেক মিল করবে । তাই সে যত বড় লেখক হোক কোনও ভাবেই বিশ্বাস করে নিজের ব্যক্তিগত জীবনের কোনও কিছু জানাবে না পড়ে ভীষন ক্ষতিগ্রস্ত হবে। আমার পরিচিত একজন লেখকের সাথে হয়েছে। কি দরকার ভাই গল্প পড়তে এসেছো চুপচাপ গল্প পরো ভালো লাগলে লাইক কমেন্ট রেপু রেটিং দাও । নিজে আগ বাড়িয়ে ঝামেলা বাড়ানোর কি দরকার।

