04-07-2023, 04:00 PM
(This post was last modified: 05-07-2023, 02:43 PM by চিত্রক. Edited 1 time in total. Edited 1 time in total.)
29 শে সেপ্টেম্বর,
আদি যখন ফিরল তখন ঘড়িতে রাত প্রায় ১২টা ছুই ছুই। যামিনী নামের মেয়েটি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার হুশ নেই। আমার ঘুম আসছে না। এমন সময় ফোন ঢুকল, ভাবলাম আদি, কিন্তু না একেক সময় এমন লোকজন ফোন করে যাদের ফোন পাওয়া সত্যিই দুষ্কর। এই যেমন অনিন্দিতা। দিল্লীতে পড়ার সময় কত কাছের বন্ধু ছিল, অথচ এখন তার পাত্তাও নেই। সে অব্শ্য না হওয়ারই কথা কারণ যে মেয়ে কলেজে পড়তে ছেলেদের পিটিয়ে লাট করত আর কলেজ শেষে বাড়ির অমতে প্যারা এস এফ জয়েন করল তাকে আর যায় হোক সাধারণ বলা চলে না, আর অসাধারণ লোকের সান্নিধ্য এ জীবনে আমার হবে না। ফোন ধরতেই বুর্জ খলিফার উঁচু বিল্ডিং নজরে পড়ল, তারপর অনির হাসিমুখ, আমায় বলল "হাবিবি, ওয়েলকাম টু দুবাই সুলু"
তুই এখন দুবায়ে কি করছস?
ছুটি কাটাচ্ছি!
তুই কোথায় ডার্লিং
এই তো এখনও শহরেই আছি, বাবার বিজনেস্ দেখছি"
"এই তো বাবু, সেই বাংলার মেন্টালিটি চাইলে তুইও আজকে অফিসার হতিস। বেকার পরীক্ষা দিলি না।"
ওরে আমার কে রে, বাংলা নিয়ে কথা না।
আচ্চা আচ্ছা, আরে ওই মেয়েটা কে? ও হরি, আমাদের সুলু এখন লেসবিয়ান?
ধ্যাত! লেসবিয়ান কেন হবো.....ইনি আমার পরিচিত।
ও আমি ভাবলাম আমার থেকে সেক্সি মেয়ে পেয়ে আমায় ভুলে গেলি।
এই মেয়েটা না খালি বাজে বকে। নিজে যে সহকর্মী ভদ্রলোককে বিয়ে করেছ, আমি দেখিনি?
ইশ! দেখলি এইটা নিশ্চিত আমাদের ব্যাচের কারো কাজ। বিশ্বাস কর বাবু গত ছয়মাসে একবারও কোলকাতা আসেনি, এলে পার্টি হবে কনফার্ম।
পাশেই অনির স্বামীকে দেখা গেল। কারো সাথে ফোনে ব্যস্ত । ফোন রেখে অনির দিকে তাকাতেই অনি বলল মিট মাই বয়ফ্রেন্ড সরি! আই মিন স্বামী মিস্টার রণাঙ্গন রায় । আর আমার বান্ধবী আফ্রিন সুলতানা।
নমস্কার প্রতি নমস্কারের পর কোলকাতায় আসেই নেমতন্নের প্রতিশ্রুতি দিয়ে ওরা ফোন রাখল।
অনির কথা ভেবে মনটা বেশ ফুরফুরে ছিল, এমন সময় দরজায় বেল বাজল।
বাড়িতে জানে আমি নিজের ফ্ল্যাটে থাকব। কিন্তু আদির ফ্ল্যাটে আজও ......ভেবে মাথায় আবার দুষ্টু বুদ্ধি চাপল।
দরজা খুলতেই দেখি আদি দাঁড়িয়ে,একগাল হেঁসে আমারে জড়িয়ে ধরে বলল " যাক সব তাহলে ঠিকই হলো"
কি ঠিক হলো বলত?
কিছু না, শুধু তুমি ঠিক আছো দেখে খুশি হলাম।
বাজে বোকো না ফোন ধরো না, আজ আমি মরে যেতাম, নেহাত.....
কামিনী বাঁচালো, তাই তো?
কামিনী কে?
আই মিন যামিনী বাঁচালো, তাই তো?
হুম।
আদি কিছু বলল না শুধু হাসল।
আদি যখন ফিরল তখন ঘড়িতে রাত প্রায় ১২টা ছুই ছুই। যামিনী নামের মেয়েটি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার হুশ নেই। আমার ঘুম আসছে না। এমন সময় ফোন ঢুকল, ভাবলাম আদি, কিন্তু না একেক সময় এমন লোকজন ফোন করে যাদের ফোন পাওয়া সত্যিই দুষ্কর। এই যেমন অনিন্দিতা। দিল্লীতে পড়ার সময় কত কাছের বন্ধু ছিল, অথচ এখন তার পাত্তাও নেই। সে অব্শ্য না হওয়ারই কথা কারণ যে মেয়ে কলেজে পড়তে ছেলেদের পিটিয়ে লাট করত আর কলেজ শেষে বাড়ির অমতে প্যারা এস এফ জয়েন করল তাকে আর যায় হোক সাধারণ বলা চলে না, আর অসাধারণ লোকের সান্নিধ্য এ জীবনে আমার হবে না। ফোন ধরতেই বুর্জ খলিফার উঁচু বিল্ডিং নজরে পড়ল, তারপর অনির হাসিমুখ, আমায় বলল "হাবিবি, ওয়েলকাম টু দুবাই সুলু"
তুই এখন দুবায়ে কি করছস?
ছুটি কাটাচ্ছি!
তুই কোথায় ডার্লিং
এই তো এখনও শহরেই আছি, বাবার বিজনেস্ দেখছি"
"এই তো বাবু, সেই বাংলার মেন্টালিটি চাইলে তুইও আজকে অফিসার হতিস। বেকার পরীক্ষা দিলি না।"
ওরে আমার কে রে, বাংলা নিয়ে কথা না।
আচ্চা আচ্ছা, আরে ওই মেয়েটা কে? ও হরি, আমাদের সুলু এখন লেসবিয়ান?
ধ্যাত! লেসবিয়ান কেন হবো.....ইনি আমার পরিচিত।
ও আমি ভাবলাম আমার থেকে সেক্সি মেয়ে পেয়ে আমায় ভুলে গেলি।
এই মেয়েটা না খালি বাজে বকে। নিজে যে সহকর্মী ভদ্রলোককে বিয়ে করেছ, আমি দেখিনি?
ইশ! দেখলি এইটা নিশ্চিত আমাদের ব্যাচের কারো কাজ। বিশ্বাস কর বাবু গত ছয়মাসে একবারও কোলকাতা আসেনি, এলে পার্টি হবে কনফার্ম।
পাশেই অনির স্বামীকে দেখা গেল। কারো সাথে ফোনে ব্যস্ত । ফোন রেখে অনির দিকে তাকাতেই অনি বলল মিট মাই বয়ফ্রেন্ড সরি! আই মিন স্বামী মিস্টার রণাঙ্গন রায় । আর আমার বান্ধবী আফ্রিন সুলতানা।
নমস্কার প্রতি নমস্কারের পর কোলকাতায় আসেই নেমতন্নের প্রতিশ্রুতি দিয়ে ওরা ফোন রাখল।
অনির কথা ভেবে মনটা বেশ ফুরফুরে ছিল, এমন সময় দরজায় বেল বাজল।
বাড়িতে জানে আমি নিজের ফ্ল্যাটে থাকব। কিন্তু আদির ফ্ল্যাটে আজও ......ভেবে মাথায় আবার দুষ্টু বুদ্ধি চাপল।
দরজা খুলতেই দেখি আদি দাঁড়িয়ে,একগাল হেঁসে আমারে জড়িয়ে ধরে বলল " যাক সব তাহলে ঠিকই হলো"
কি ঠিক হলো বলত?
কিছু না, শুধু তুমি ঠিক আছো দেখে খুশি হলাম।
বাজে বোকো না ফোন ধরো না, আজ আমি মরে যেতাম, নেহাত.....
কামিনী বাঁচালো, তাই তো?
কামিনী কে?
আই মিন যামিনী বাঁচালো, তাই তো?
হুম।
আদি কিছু বলল না শুধু হাসল।