07-07-2023, 12:55 PM
AGENT 606
ল্যাবে সেই সময় কেউ ছিলোনা, কয়েকজন প্রহরী ছিল তবে তারা ল্যাবের ভিতর দিকে নয় চারটে tower এর চার কোনে।ল্যাব incharge দৌড়তে দৌড়তে এসে প্রবেশ করল। চোখেমুখে একটা আতংক। সত্যিই তো দুটি smallpoxএর vowel নেই ইতিমধ্যে এগুলিকে ভারতে পাঠানোর কথা হয়েছে। এর প্রতিষেধক তৌরির ব্যাপরে।
Peter Zocovich সাহেব এলেন খবর পেয়ে। লাল সর্তকতা ইতিমধ্যে জারি করা হয়েছে। নানান রকম প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে শুরু হয়েছে। রাশীয়ার তরফ থেকে ভারতকে এই ব্যাপারে আগেই জানানো হয়েছিল। মেনে নেওয়া হচ্ছে যে এখানে কোন গূর অভিসন্ধী রয়েছে। কোন জঙ্গি কার্যকলাপের কথা ফেলে দেওয়া যাচ্ছেনা। ভারতের গোয়েন্দাদের কাছে এই ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রকের সাথে রাশীয়ার তথ্য আদান প্রদান হয়েছে।
ফাইলটি প্রতিরক্ষা মন্ত্রকে পোছতেই সেনার বড় লাটেদের কপালে ভাঁজ পড়েছে। রাশীয়ান KGB থেকে report অনুযায়ী ISI হাত এর পেছনে ভাবা হচ্ছে। Cobra volunteers নামক একটি organisation এতে যুক্ত। তাই যা করার তারাতারি করতে হবে।প্রধানমন্ত্রী তার মন্ত্রিদের নিয়ে বৈঠক করে এই কাজের দায়িত্ব millitary intelligenceএর হাতে তুলে দিল।
সেইদিন military headquaters এ প্রতিরক্ষা মন্ত্রি সহ army officers ও intelligence এর অফিসারেরা উপস্থিত। ফাইল let.general শর্মা হাতে দিয়ে ফত তারাতাড়ি সম্ভব এর একটা বিহিত করতে বলল মন্ত্রিমশাই। অবস্থার গুরুত্ব বুঝে ফাইলটি Agent606 কে দেওয়া হবে সেনা থেকে ঠিক করা হল।
ল্যাবে সেই সময় কেউ ছিলোনা, কয়েকজন প্রহরী ছিল তবে তারা ল্যাবের ভিতর দিকে নয় চারটে tower এর চার কোনে।ল্যাব incharge দৌড়তে দৌড়তে এসে প্রবেশ করল। চোখেমুখে একটা আতংক। সত্যিই তো দুটি smallpoxএর vowel নেই ইতিমধ্যে এগুলিকে ভারতে পাঠানোর কথা হয়েছে। এর প্রতিষেধক তৌরির ব্যাপরে।
Peter Zocovich সাহেব এলেন খবর পেয়ে। লাল সর্তকতা ইতিমধ্যে জারি করা হয়েছে। নানান রকম প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে শুরু হয়েছে। রাশীয়ার তরফ থেকে ভারতকে এই ব্যাপারে আগেই জানানো হয়েছিল। মেনে নেওয়া হচ্ছে যে এখানে কোন গূর অভিসন্ধী রয়েছে। কোন জঙ্গি কার্যকলাপের কথা ফেলে দেওয়া যাচ্ছেনা। ভারতের গোয়েন্দাদের কাছে এই ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রকের সাথে রাশীয়ার তথ্য আদান প্রদান হয়েছে।
ফাইলটি প্রতিরক্ষা মন্ত্রকে পোছতেই সেনার বড় লাটেদের কপালে ভাঁজ পড়েছে। রাশীয়ান KGB থেকে report অনুযায়ী ISI হাত এর পেছনে ভাবা হচ্ছে। Cobra volunteers নামক একটি organisation এতে যুক্ত। তাই যা করার তারাতারি করতে হবে।প্রধানমন্ত্রী তার মন্ত্রিদের নিয়ে বৈঠক করে এই কাজের দায়িত্ব millitary intelligenceএর হাতে তুলে দিল।
সেইদিন military headquaters এ প্রতিরক্ষা মন্ত্রি সহ army officers ও intelligence এর অফিসারেরা উপস্থিত। ফাইল let.general শর্মা হাতে দিয়ে ফত তারাতাড়ি সম্ভব এর একটা বিহিত করতে বলল মন্ত্রিমশাই। অবস্থার গুরুত্ব বুঝে ফাইলটি Agent606 কে দেওয়া হবে সেনা থেকে ঠিক করা হল।