02-07-2023, 02:31 PM
(02-07-2023, 09:56 AM)Somnaath Wrote: আগের অধ্যায়ের শেষ পর্বের শেষের কয়েকটা লাইন পড়ে মনে একবারের জন্য হলেও ভাবনা এসেছিল এবার বন্দনাকে নিয়ে কিছু আসতে চলেছে। সেটাই সত্যি হলো।
দুর্দান্ত শুরু তবে ইন্টারনেটের খারাপ ব্যবহারের দিকটা তুলে ধরে যেভাবে যুব সমাজ অর্থাৎ আমাদের সবাইকে সতর্ক করলে, তাতে মনে হয় এই সাইটে গল্প পড়তে আসার আগে যুবকেরা অন্তত দুবার ভাববে। আর শেষে এমন জায়গায় থামলে - উফফফ , গোয়ালা নাথুর কেরামতিি দেখার অপেক্ষায় রইলাম।
পুনশ্চঃ মেয়েরূপী পুরুষের ব্যাখ্যাটা জাস্ট অসাধারণ ছিল। একদম এইরকমই হয় ভার্চুয়াল ওয়ার্ল্ডে।
তুমি এখনো নিজেকে তরতাজা যুবক ভাবো নাকি? আমি তো নিজেকে ভাবি না। আমার মতো মধ্য তিরিশের একজন পুরুষ আর যাই হোক, সদ্য যৌবনে পা দেওয়া যুবকের মতো স্বপ্ন দেখতে পারে না। আর আমার সতর্কবার্তার কথা যদি বলো, তাহলে বলবো আঠারো থেকে পঁচিশ বছরের সদস্যরাই এই ফোরামে সবথেকে বেশি। এই বয়সেই তো নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য তাদের কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় করা প্রয়োজন। কিন্তু তার বদলে তারা এই ফোরামে গল্প পড়ে সময় অতিবাহিত করছে। আমার এই পর্বটা অনেকটা সিগারেটের প্যাকেটের smoking is injurious to health এর মতো। ভবিষ্যতে কেউ যদি আমাকে দোষারোপ করে বলে "এতগুলো তরতাজা যুবকের ভবিষ্যৎ নষ্ট করার পেছনে তোমার লেখা গল্পগুলিও আংশিকভাবে দায়ী .." তখন এইটুকু তো বলতে পারবো, "আমি তো সতর্ক করেছিলাম যারা শুনেছে তারা শুনেছে, যারা শোনেনি তারা শোনেনি।" আর মেয়েরূপী পুরুষ কিন্তু এই ফোরামেও রয়েছে, খুব সাবধান