02-07-2023, 11:39 AM
তোমার প্রতিটা পর্বের সবথেকে আকর্ষণীয় আর গুরুত্বপূর্ণ কোন জিনিসটা জানো? detailing , পর পর পর পর সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে লেখা সচরাচর এখানে পাওয়া যায় না। ঠিক যেন মনে হয় চোখের সামনে ঘটনাগুলো দেখছি। আর তোমার নতুন সৃষ্টি আলফা গ্রেটকে নিয়ে এটুকুই বলতে পারি এই সিরিজে এখনো পর্যন্ত আমার দেখা সবথেকে interesting character, এই ব্যক্তি ভবিষ্যতে কি করে সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। এছাড়া বন্দনা দেবীর আকর্ষণ তো রয়েছেই। আর এই পর্বের প্রচ্ছদ নিয়ে আলাদা করে বলতেই হয়। একেবারে নিখুঁত এবং মানানসই হয়েছে।