01-07-2023, 11:03 PM
পরবর্তী ঘটনা খুবই অদ্ভুত, মানে খাপছাড়া আমার ধারণা কিছু কথা উনি পড়ে অ্যাড করেন। এমনও হতে পারে, যার সাথে ছিলেন তিনি পড়ে বিষয়টা ব্যাখা করেন। আমি আপনাদের বোঝার সুবিধের জন্য যথাযথ ব্যবস্থা করব। একটু অদ্ভুত কিছু জিনিস আছে, যা আমি আমার ব্যাখায় দাঁড় করিয়েছি, সেটাও আশা করি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারব।
সুলতানার দূর সম্পর্কের ফুফাতো বোন আসাদের হবু স্ত্রী, একেই ভাবি বলে ডাকছে সুলতানা, কেন জানিনা। তবে ডায়েরি ঘেটে ভাবির নাম পেয়েছি একজায়গায় পুরো নাম লেখা ছিল তাবাসুম তিসা বলে, আর দু-চার জায়গায় তিন্নি নামটা পেয়েছি। পরবর্তীপর্বে যতটা পাড়ব চেষ্টা করব।
আমার সাথে যে ভদ্রমহিলার কদিন আগে দেখা হয়েছিল ওনাকে এবিষয়ে বলেছি। উনি লেখনী বুঝতে ও লিখতে যথেষ্ট হেল্প করেছেন। ওনাকেও ধন্যবাদ।
সুলতানার দূর সম্পর্কের ফুফাতো বোন আসাদের হবু স্ত্রী, একেই ভাবি বলে ডাকছে সুলতানা, কেন জানিনা। তবে ডায়েরি ঘেটে ভাবির নাম পেয়েছি একজায়গায় পুরো নাম লেখা ছিল তাবাসুম তিসা বলে, আর দু-চার জায়গায় তিন্নি নামটা পেয়েছি। পরবর্তীপর্বে যতটা পাড়ব চেষ্টা করব।
আমার সাথে যে ভদ্রমহিলার কদিন আগে দেখা হয়েছিল ওনাকে এবিষয়ে বলেছি। উনি লেখনী বুঝতে ও লিখতে যথেষ্ট হেল্প করেছেন। ওনাকেও ধন্যবাদ।