30-06-2023, 01:49 PM
(29-06-2023, 04:05 PM)Bumba_1 Wrote: রাত যত বাড়তে থাকলো, তার চোখ থেকে ঘুমের রেশ দ্রুত উধাও হয়ে যেতে থাকলো। সারা বিছানা জুড়ে এপাশ-ওপাশ করছিলো সে, মাথার বালিশ ভিজে যাচ্ছিলো ঘামে। মনের গভীরে কোনো এক নাম না জানা বিষন্নতার অসুখে পুড়তে শুরু করে দিয়েছিলো তার অন্তরাত্মা। মনে হচ্ছিলো তার জীবন-প্রবাহ বুঝি আন্তর্জালের হাতছানিতে আটকে গিয়েছে।আবার সেই বুম্বাশুলভ কঠিন শব্দবন্ধ এখানে কথাগুলো কার সম্পর্কে বলা হচ্ছে?