Thread Rating:
  • 20 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romantic Thriller সুলতানার ডায়েরি
#28
২৫ শে সেপ্টেম্বর, 
আদির সাথে দেখা হয়নি গতকাল, আমি ইচ্ছে করে ওর অফিস যায়নি, ছেলেটাকে নিয়ে আমার চিন্তা ক্রমশ বাড়ছে, ওকে নিয়ে বলা ভুল, ওর বিষয়ে, ইন্টারনেট মারফত যা জানলাম তাতে করে আদিকে নিয়ে চিন্তা হয় বইকি। তাং সান ইউ বলে যে মিক্সড মার্টাল আর্ট আছে কোরিয়ায় একমাত্র তা প্রয়োগ করা হয়, কিন্তু আদির মুভমেন্ট সম্পূর্ণ অন্য কথা বলছে। আদি ভীষণই লিথাল শট ইউজ করছিল। যেন জানত কোথায় মারলে কম সময়ে বেশি পরিমাণে ড্যামেজ হবে। সব মার্টাল আর্টের তাই নিয়ম যদিও তবু এটা শুধু পেশির উপর অ্যাটাক করা না, অনেকটা নার্ভের উপরও .....আদি নার্ভের উপর শট করছিল, হাড়ের উপর, এরকম বিদ্যা একমাত্র আদি কালারিপট্টুতে শেখানো হয়। তুলু-কালাডি বিদ্যার প্রয়োগ ভারতে আছে কিন্তু আদি কালারি, উত্তর কালারিরও প্রাচীন রূপ একদম আদির মুভমেন্ট আর ফাইট স্ট্যাইলের সাথে ম্যাচ করে। আরও একটা জিনিস সেটা হল নার্ভ কন্ট্রোল, আর ধারনা আদি আসাদ ভাইয়ের সাথে ম্যাচে সেদিন নার্ভ কন্ট্রোল করছিল। তাই এতো সহজে হার্ড পাঞ্চ হজম করছিল। কিন্তু প্রশ্ন হল, আদি এই বিদ্যা শিখল কি করে? খ্রীস্টীয় ১ম শতকে এই বিদ্যা প্রায় অবলুপ্তির পথে ছিল। আর্কিওলজি আর ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি আমারও প্রিয় বিষয় সে বিষয়ে রিসার্চ আমি করেছি, আব্বুও হেল্প করেছিলেন সেবার। সে যা হোক আদিকে নিয়ে এই বিষয়টা জিজ্ঞাসা করলে ও বলছে, সারাদিন এতো মুভি দেখো না। যদিও মেসেজ করছে আদি কমই ওর অফিসে ফোন করে শুনলাম আদি কোনো মিটিং এ বিজি। 

লেখক কথন:- প্রিয় বন্ধুরা ডায়রির অংশগুলো তুলে দিতে একটু সময় লাগছে বলে ক্ষমাপ্রার্থী, নিয়মিত হতে পারছি না। আসলে আমি একজন নতুন বান্ধবীর সাথে সাক্ষাত করেছি সম্প্রতি। আসলে ডায়রিটা নিয়ে আমি নিজেও গবেষণা করছিলাম, তা ছাড়াও এখানে সেটা পোষ্ট করছি, যৌনতার অংশগুলো এবং এই ঘটনা বাদেও অনেক রোজনামচা আছে, সেগুলো বাদ দিতে হচ্ছে। সে যাকগে তো এই ঘটনা রিসার্চের সূত্র ধরে একদিন ন্যাশনাল লাইব্রেরিতে একটা বইয়ের খোঁজ করতে গিয়েই একজন যুবতীর সাথে পরিচয়, কথা হল সেদিন যা হোক তাকে আমি এই লেখাগুলো দেখিয়েছি। সে আমায় যথেষ্ট হেল্প করছে। এই কয়েকদিন তার সাথে ব্যস্ত থাকায় ত
বিষয়টা লিখতে পারিনি।
[+] 1 user Likes চিত্রক's post
Like Reply


Messages In This Thread
RE: সুলতানার ডায়েরি - by চিত্রক - 28-06-2023, 07:32 PM



Users browsing this thread: 4 Guest(s)