27-06-2023, 06:05 PM
মনে ব্যাথা নিয়ে শেষাদ্রি সাহেব শুয়ে পড়ে , ছোট মীনাক্ষীর কথা মনে পড়লো ,মীনাক্ষী তার ছোট সন্তান তার অন্য ২ ছেলে মেয়ের চেয়ে অনেকটাই ছোট। মেয়েটা দেখতে তো ফুটফুটে ছিলই , লেখা পড়াটাও ভালোই করতো। বিশেষত ইংরাজি তে তুখোড় ছিল। শেষাদ্রি সাহেব ভেবেছিলেন মেয়েকে i.s. অফিসার করবে। তবে পড়াশোনার সঙ্গে ভালো নাচতো, তাই মা সুন্দরী শেষাদ্রি চাইতো মেয়েকে নৃত্যশিল্পী করতে , এইনিয়ে মা বাবার ঝগড়া। যাইহোক ৩ ছেলেমেয়ে ক নিয়ে শেষাদ্রি দের সংসার চলে যাচ্ছিলো। ছোট পরিবার সুখী পরিবার। কিন্তু শেষাদ্রি সাহেব বুঝলো সে সৎ হিসেবে সারা জীবন যা আয় করেছেন তা যথেষ্ট নয়। তার বড়ো মেয়ের বিয়ের সময়..-দেখলো তার জমানো টাকার প্রায় সবটাই প্রায় শেষ হয়ে গেছে। হাথে অল্পই পরে আছে , ততদিনে সে রিটায়ার ও করে গেছে, ইনকাম বলতে ওই পেনশনের টাকা আর সম্পত্তি বলতে ওই ২ কামরার কে অপারেটিভের ফ্ল্যাট। এখনো অনেক পয়সার দরকার। ছেলের লেখা পড়া আছে , মিনুর নিয়ে আছে কি করে সব হবে। যাইহোক দিন কাটতে লাগলো, সংসারের খরচ বাঁচিয়ে যতটা টাকা জমানো যায়। ছেলে এখন সেকেন্ডারি লেভেলে পড়ছে। মীনুর ও ক্লাস এইট হলো ক্লাস , আরো সুন্দরী হয়েছে ,সেই সঙ্গে কিছু নাচের অনুষ্ঠানেও অংশ গ্রহণ শুরু করেছে। এরপর বছর খানেক কেটে গেছে , ছেলে মেডিক্যালে চান্স পেয়ে ব্যাঙ্গালোরে। এর মধ্যে মিনুর একটু পরিবতঁন, সাজগোজ বেড়েছে , ইনার সামনে নিজেকে ঘুটিয়ে খুঁটিয়ে দেখে , এদিক ওদিক বেড়িয়ে যায়। বলে কলেজের স্পেশাল ক্লাস আছে ,তবে যেকটা দামি দামি কসমেটিক ব্যবহার করে। কথা থেকে পেয়েছে জিজ্ঞসা করলে বলে নিত্যানুষ্ঠান থেকে উপহার পেয়েছে।