27-06-2023, 02:05 PM
(27-06-2023, 12:14 PM)rambo786 Wrote: আপনার লেখা খুব শক্তিশালী আর প্রাঞ্জল , ন্যারেটিভ অসাধারণ। পড়লে মনে হয় পড়েই যাই। তাই আমার কমেন্ট কম কিন্তু সবসময় আপনার লেখার জন্য অপেক্ষা করি। একটা অনুরোধ একটু বলিউড ফ্লেভার আনা যায়না ,সাইড করেই । ওই সময় অনেক বলিউড হিরোইন কে নিয়মিত কলকাতায় আসতে দেখা , যেত। বিশেষত কিছু মন্ত্রীর অনুষ্ঠানে , যেমন মীনাক্ষী শেষাদ্রি। এক স্বনামধন্য মন্ত্রী সাহেব তো বেনফিশের কিয়স্কের নাম তো মীনাক্ষী পর্যন্ত রেখেছিলো। সরকারের বদলের সঙ্গে ওই বেনফিশের কিয়স্কের নামও পরিবর্তন হয়ে যায়। ভালো থাকুন। আমরা কিন্তু পরবর্তী অংশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আপনার প্রশংসাসূচক মন্তব্য, তার সাথে আবদার, সর্বোপরি একটি অজানা তথ্য share করার জন্য ধন্যবাদ।
বলিউডি কানেকশন এই কাহিনীতে দেওয়া যাবে কি না জানি না,
তবে বলিউডের গোপন জগতের, আমার কিছু নিজস্ব অভিজ্ঞতাসমৃদ্ধ একটি উপন্যাস লেখা শুরু করেছি।
আশা করি মাসখানেকের মধ্যেই দিতে পারবো।
ভালবাসার ভিখারি