26-06-2023, 01:44 PM
(26-06-2023, 11:59 AM)kingsuk-tomal Wrote: অবশ্যই পুরুষের ফ্যান্টাসির চরমতম রূপ হলো হারেম। কিন্তু প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, তাদের ফ্যান্টাসির গতিপ্রকৃতিও আলাদা। হারেম ছিলো রাজা বাদশাদের একান্ত পারভার্সন। কিন্তু যুগ পাল্টেছে, রাজা বাদশার একাধিপত্য আর নেই,জেনি শাওলী শুভশ্রীদেরও তাই তমালদের সাথে সরোজ এবং আরো অনেকের প্রয়োজন। লেখক পুরুষ হলেও তার শুধু পাঠকদের কথা ভাবলে চলে না, পাঠিকাদের কথাও ভাবতে হয়। পুরুষের যেমন অধিক নারীতে রোমাঞ্চ, তেমনি নারীও কল্পনা করে একাধিক পুরুষ। তাই গল্পে সরোজও আসবে, হয়তো একাধিকবার। দীঘার সময়সীমা বাড়াবো কি বাড়াবো না, সেটা আপনারাই মতামত দেবেন। তবে অহেতুক টেনে লম্বা করে সবার সাথে সঙ্গম করতে গেলে গল্পের গুনমানের পতন শুরু হবে। তমাল চাইলে কাউকে নাও ছাড়োতে পারে, কিন্তু সেটা উচিৎ নাকি অনুচিত সেটা ঠিক করার ভার নাহয় পাঠক পাঠিকাদের উপরে ছাড়লাম। আমার ব্যক্তিগত মত, এবার পালা সাঙ্গ করাই ভালো।
বিন্দু সাদরে গৃহীত হল (Point Well taken ) । সেক্ষেত্রে বর্তমানের ওয়েব সিরিজ-গুলোর ধাঁচে সিজিন-২ এর অনুরোধও রইলো।
আপনি বলেছেন আপনি আগেও বেশ কিছু গল্প লিখেছেন। আপনার লেখনীর আমি গুণমুগ্ধ হয়ে পড়েছি। সেই মুগ্ধতার রেশ থেকেই বলতে চাই আপনার আগের লেখাগুলির সন্ধান দিলে বাধিত হব।