25-06-2023, 05:29 PM
সুন্দরী অর্থাৎ মীনাক্ষীর মা বলে উঠলো মীনুর পেটে বাচ্চা হবে তো ,আঁতকে ওঠার কি আছে , মেয়েছেলের পেটে বাচ্চা হবেনা , আমার পেটে হয়নি। মীনাক্ষীর বাবা বলল - তুমি পাগল হয়ে গেছো , তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে , তারপর তোমার বাচ্চা হয়েছে আর মিনুর বিয়ে থা কিছু হয়নি। কোনো একজন অজানা লোকের বাচ্চা মীনুর পেটে হবে , ২ টো এক জিনিস হলো। মেয়েছেলের আর এক অস্ত্র হলো চোখের জল। চোখের জল ফেলে সুন্দরী শেষাদ্রি বলে উঠলো তোমার বাচ্চা পেটে নিয়ে তো আমার এই অবস্থা , বুড়ো বয়সে হাড়ি ঠেলতে হচ্ছে , মীনু এই লোকটার বাচ্চা নিলে জীবনে তো সুখে থাকবে / শেষাদ্রি সাহেব খুব রেগে গেলো , রেগে গিয়ে বললো - আমি জানিনা যাও , সিনেমার নায়িকা বানিয়ে তো মেয়েকে হাফ বেশ্যা বানিয়েছো , কোনো বন্ধু বান্ধব ,আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলা যায়না, সবাই ভা আমি একটা হাফ গেরস্ত লোক, এখন মেয়েকে ফুল বেশ্যা টোরি করতে চাও। এবার সুন্দরী ক্ষেপে গেলো , এতে আবার বেশ্যা হবার কি আছে। এক টা লোকের বাচ্চা তো পেটে নিতে হবে.আর তোমার বন্ধু বান্ধব, আতত্মীয় , ওদের কথা না বলাই ভালো , সোসাইটির ২কামরার ছোট ফ্ল্যাটে সব থাকে। শেষাদ্রি সাহেব বললো তবু তো সুখে আছে। সুন্দরী এবার খেঁকিয়ে উঠলো তোমার সুখের কথা আর বললো না ,সারা জীবন চাকরি করে কি করেছিলে , ওই সোসাইটির ২ কামরার ফ্ল্যাট , বড়ো মেয়ের বিয়ে দিতেই তো সব টাকা ফুড়ুৎ ,ছেলের লেখা পড়ার জন্য কিছু ছিলো , মীনুর বিয়ে দিতে পারতে ? আমি দেখলাম মীনু সুন্দরী , স্মার্ট ,ওর ইচ্ছে আছে , যদি সিনেমায় নামে ,ওর নাম ধাম হবে,, সংসারের ও সুবিধা হবে। এখন মেয়ের পয়সায় ৮ তোলার ফ্ল্যাটে সমুদ্রের হাওয়া খেয়ে বাবুর নীতি জ্ঞান জেগে উঠেছে। মেয়ে সিনেমার নায়িকা হয়ে হাফ বেস্সা হয়ে গেছে , পারতে ছেলেকে ডাক্তারি পড়াতে , সুন্দরী নায়িকার সঙ্গে ২ দিন শোবার লোভেই তো তাড়াতাড়ি লিস্ট এ নাম তুলে দিলো। তখন মনে হয়নি মেয়ে হাফ বেস্সা হয়ে গেছে। আসলে তোমার বন্ধু বান্ধব ,আত্মীয় রা আমাদের হিংসা করে ,আমরা একটু সুখে আছি , সহ্য হচ্ছেনা। শেষাদ্রি সাহেব চুপ করে গেল। সব কথাই সত্যি , তবু আদর্শবাদী মানুষ তো , বুকে একটু ব্যাথা লাগে।
anonymous image upload
anonymous image upload