22-06-2023, 01:05 AM
(This post was last modified: 22-06-2023, 01:08 AM by gunman777. Edited 1 time in total. Edited 1 time in total.)
আমি এযাবৎ কাল যত গল্প পড়েছি এটি তার মধ্যে সবচেয়ে দুর্দান্ত। আমি কখনো কমেন্ট করি না, তবে আপনি আপনার লেখনী দিয়ে বাধ্য করলেন কিছু লাগে লিখতে। যত গল্প পড়েছি তাতে মানুষের সোলের বিষয়টার চেয়ে যৌনতাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় তা যান্ত্রিক হয়ে যায় এবং শরীর ই মূখ্য হয়ে যায়। কিন্তু যৌনতা পৃথিবীর সবচেয়ে মানবিক জিনিস সেখানে যে যৌনতার সাথে মানুষের অনূভুতির যে তীব্রতা যাকে মানুষ ভালোবাসা হিসেবে এড্রেস করে। তা গল্পে থাকেনা। আপনার লেখার যে শৈল্পিক মান একবারের জন্য শুধু যৌনতায় হারায়নি, যৌনতা যে এত সুন্দর সেখানে যে মানুষের এত দারুণ ইমোশনাল ফ্যাক্ট কাজ করে তা আপনি দারুণ ভাবে দেখিয়েছেন। পুরোটা সময় মনে হলো একটি প্রেমের গল্প পড়ছি যেখানে প্রেমিক প্রেমিকার অসম্ভব উপভোগ দুজনকে, সেই সাথে ছেলেটির যে মনস্তাত্ত্বিক অনূভুতিকে ব্যাখ্যা করেছেন তা অসাধারণ। গল্প টিকে আপনি এমন ভাবে লিখেছেন যেখানে যৌনতা ও প্রেম সমান্তরাল এবং গল্পের শেষে যৌনতা গৌণ ও প্রেম মুখ্য করেছেন। নামটির যথার্থ বিচার করেছেন " ছুয়ে থাক মন"। সত্যি ছুয়ে থাকবে, ধন্যবাদ এত সুন্দর গল্প লেখার জন্য। And yes this is a masterpiece: a damn masterpiece story. A pure class.