20-06-2023, 09:30 PM
(This post was last modified: 20-06-2023, 09:31 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(20-06-2023, 08:02 PM)Baban Wrote: আজকের এই পর্ব নিয়ে আমি চাইলে অনেক উত্তেজক একটা মতামত দিতেই পারতাম কিন্তু সেটা না বলে এইটুকু বলবো বিপুল বাবুর ওই নোংরামি হয়তো অজান্তেই বাপ্পা বাবুর মাম্মাম এর অন্তরে একটা জায়গা দখল করে নিয়েছে, সাথে লোকটা নিজেও। তার আগমন আবার কবে হবে জানিনা কিন্তু তার এই রাতের ক্রিয়া যে এক বাচ্চার মামনিকে অনিচ্ছা সত্ত্বেও পাল্টে ফেলেছে সেটা সত্যি। হয়তো সেটা সেই নারী নিজেও এখন বুঝচ্ছেনা। বুঝবে সে..... সঠিক সময় নিশ্চই নন্দনা নিজের সেও রূপের সাক্ষাৎ পাবে।
শেষে বলবো খারাপ লাগলো ওই নিষ্পাপ বাচ্চাটার জন্য। আমি বলতেই পারতাম উফফফফ বাচ্চা লুকিয়ে দেখলো মায়ের দুস্টুমি কি দারুন কিন্তু সেটার থেকেও বড়ো হলো ওই বাচ্চার মস্তিষ্কে কি পরিমান চাপ গেছে গতকাল থেকে। মগজের একটা ভাগকে অত্যন্ত পরিমানে কাজে লাগাতে হয়েছে তাও নিজের অজান্তে। সাথে আবার আপন মাম্মামের লোকটার ঐসব কি যেন সব আজব খেলা দেখা।
শেষে দিদির ওই কথাগুলো কেমন কেমন যেন লাগলো। মানে তার ওই শেষের কথাটা। আমি আর কিছু বলবোনা, যা বলার লেখক নিজেই সৃষ্টি করুক।
জবরদস্ত পর্ব ❤
নতুন যে এক খেলার শুরু
বুকটা করে দুরু দুরু
পরপুরুষে হাতায় শরীর
লিঙ্গ ঢোকে অনেক গভীর
না চাইতেও পায় যে মজা
সুখের পথের রাস্তা সোজা
এঁকে বেঁকে শুরুর দিকে
যদিও সে পথ গেছে বেঁকে
সাহস করে গিয়ে এগিয়ে
রিপুর আলোয় যাও মিলিয়ে
পরের ঘটনা যাও গো ভুলে
মজা নাও আজ দুলে দুলে
লম্বা লম্বা লিঙ্গ গুলো
বলছে তোমায় বস্ত্র খোলো
আজকে তুমি ভালো লাজ
নগ্নতাই আজ তোমার সাজ
-বাবান
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে কবিতাটাও দুর্দান্ত (এর জন্য আলাদা করে তোমার রেপুটেশন পাওনা)। আসলে বাপ্পা যখন বাথরুমের ভেতরে তার মা এবং বিপুল জেঠুকে ওইরকম অপ্রীতিকর অবস্থায় দেখছে .. সেই কয়েকটা মাত্র লাইন লিখতে গিয়ে আমার প্রায় দেড় দিন সময় অতিবাহিত হয়ে গেছিলো। একদিকে পাঠকদের জন্য ছেলের চোখে তার মায়ের সতীত্ব হরণের ব্যাপারটা উত্তেজক করে তুলতে হবে, অন্যদিকে ওই নিষ্পাপ শিশুর মনে কতটা চাপ করছে এবং সে ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছে সেটাও দেখাতে হবে। আর নন্দনার দিদির করা শেষের উক্তিগুলোর জন্যই তো পরের অধ্যায়। যেখানে আরও অনেক অ্যাডভেঞ্চার লুকিয়ে রয়েছে।
(20-06-2023, 08:14 PM)Monen2000 Wrote: দারুণ, চমৎকার দাদা লাইক এবং রেপু অ্যাডেড
অনেক ধন্যবাদ
(20-06-2023, 08:54 PM)Rohan raj Wrote: অসাধারণ সাজানো হয়েছে গল্পটা। পরবর্তীর অপেক্ষায়। লাইক দিলাম আগের মতই
অসংখ্য ধন্যবাদ