Thread Rating:
  • 20 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romantic Thriller সুলতানার ডায়েরি
#27
বাড়ি ঢুকে একটু পানি খেয়ে নিজের রুমে এসে শুলাম। আদির সাথে কাটানো টাইম, ওর আদর ওর রান্না সবই মনে পড়তে লাগল। আদির গল্প বলার ধরণটাও খুব সুন্দর বানিয়ে বলছে বোঝার উপায় নেই, যেন একদম আসল। মারামারি করা আদির স্বভাব না, তবে আজ আমার আত্মারক্ষার জন্য আদি যা করেছে তা অবিশ্বাস্য। তবে প্রথমের লোকটার অবস্থাটা কিছুতেই ঠিক বোঝা গেল না। এরকম একটা হাট্টা-গাট্টা লোক হঠাৎ মাটিতে বসে, নাক দিয়ে রক্ত পড়তে লাগল। একটা খটকা কোথায় যেন রয়ে যায়। দ্রুত ডায়েরির পাতা উল্টোতে লাগলাম, একটা ঘটনা বেশ কমন, প্রতিক্ষেত্রে আদি যখন বেশ উত্তেজিত তখন আমি আশে-পাশের পরিবেশে একটা হালকা পরিবর্তন লক্ষ্য করেছি। তবে আজকে বিষয়টা পুরো আলাদা, আদি লোকটাকে আঘাত করেনি, সে হঠাৎই ওরকম একটা অবস্থায় এলো, বেশ অদ্ভুত। একটা জিনিস এই যে আদি যেভাবে ওই ছেলেগুলোকে মারল সেটা বক্সিং না এরকম বডি মুভমেন্ট বক্সিং এ সম্ভব না। বিষয়টা অন্য কিছু, আর আদি যেভাবে মুচকি হাসল তাতে আমি শিউর, বলা ভালো সেদিনের ঘটনা মনে করলে আমি নিশ্চিত যে আদি সেদিন ইচ্ছে করেই অ্যাটাক করেনি, মেনে নিলাম যে ও ডিফেন্স জানে না, আজকের ঘটনার পর ও অ্যাটাকও জানে না সেটা ভাবা ভুল। আদির অ্যাটাকগুলো খুব লিথাল, শুধু হাতটাকেই টার্গেট করেছে আর কিছু না। আর সবচেয়ে যেটা অদ্ভুত সেটা হল
ছেলেটা এতোদিন আমাকে বলত ওর পক্ষে রিলেশনে যাওয়া সম্ভব না এখন হঠাৎই ও রাজি হয়ে গেল, রাদার নিজেই প্রপোজ করল, কিন্তু কেন?
ভাবতে ভাবতে আদির ম্যাসেজ ঢুকল, কোনো প্রবলেম নেই তো পরী?
না বলে একটা ম্যাসেজ পাঠালাম। 
উত্তরের পর মনে হলো ওর এই মারার কায়দাটা সম্পর্কে জিজ্ঞাসা করি, মেসেজ করলাম 
আদি টাইপিং করছে ..... আসাদ ভাইয়ের মেসেজ এলো টিং শব্দ করে। 
আমি আদির মেসেজের ওয়েট করতে করতেই আবারও মেসেজ এলো টিং 
আসাদ ভাইয়ের চ্যাট খুললাম 
"পরী!! ছেলেটার সাথে রাতে যে ঘুরছিস, বাসায় জানে?"
তার নীচে " মানিয়েছে রে চম্পাআআ" বলে দুটো চোখ মারার ইমোজি। এটা আসাদ ভাই মজা করে ডাকে। 
আসাদ ভাইয়ের কথায় কি উত্তর দিব বুঝলাম না, বললাম ওই একটু দরকার!!
আসাদ ভাই বলল দরকার বুঝি হাত ধরে করতে হয় তা ছেলে কি করে? কথা বলতে হবে তো!"
আসাদ ভাই তার মানে আদিকে দেখেনি শুধু আমাকে ছেলের হাত ধরে থাকতে দেখেছে। কি রিপ্লাই করব বুঝতে পারছিলামনা, ইতিমধ্যে আদির লম্বা মেসেজ ঢুকল। 
তার সারমর্ম হলো এই যে ও ছোটোবেলায় যখন বোর্ডিং এ পড়ত তখনই কলেজে মার্টাল আর্ট শিখেছিল, এটা হল ক্যারাটে আর কুংফু মিক্সড মার্টাল আর্ট। 
মিক্সড, মনের ভেতর খটকা রয়েই গেল , ওকে একটা ছোটো করে ওকে লিখে দিলাম। 
আসাদ ভাইয়াকে ম্যানেজ দেওয়া লাগবে।
Like Reply


Messages In This Thread
RE: সুলতানার ডায়েরি - by চিত্রক - 17-06-2023, 03:31 AM



Users browsing this thread: 1 Guest(s)