16-06-2023, 06:31 PM
(16-06-2023, 12:14 PM)Sanjay Sen Wrote: কি আর বলব ভাই, expectation যা থাকে, তার থেকে বরাবরের মতোই ছাপিয়ে গেছে তোমার লেখা। সকালে ঘুম থেকে উঠে দাঁত মেজে চা খেয়ে বাজারে যাওয়া। এরপর বাজার থেকে ফিরে চান করে খেয়েদেয়ে আমার ছোট্ট অফিসটা খুলে সেখানে বসা। তারপর আমটা, লিচুটা, কলাটা - এসব খেতে খেতে বুম্বার 'ইয়ে' খাড়া করে দেওয়া আপডেটগুলো পড়তে থাকা। এই বেশ ভাল আছি বস, চালিয়ে যাও।![]()
মাঝে মাঝে কিছু আম আমার বাড়িতেও পাঠিও। আম খেতে আমি খুব ভালোবাসি .. জানোই তো


(16-06-2023, 12:19 PM)Sanjay Sen Wrote: উপন্যাসের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক, কিন্তু টিভি সিরিয়ালের ক্ষেত্রে কথাটা কি ঠিক? এখন তো সব সিরিয়ালে শুধু পরকীয়া আর পরকীয়া - এটাই চোখে পড়ে।
আরে সেন মহাশয়, সিরিয়ালে ছেলেরা পরকীয়া করলে দোষ নেই, ছেলেরা দুটো বউ রাখলে দোষ নেই, অথবা দু'জন বান্ধবী রাখলে দোষ নেই। অথচ সিরিয়ালের 'ফিমেল লিড' একের বেশি অধিক সম্পর্কে জড়িয়ে পড়লে সেই সিরিয়াল দু-মাসের বেশি চলে না। ঠিক সেইরকম এই উপন্যাসের প্রধান নারী চরিত্রের প্রতি যতই দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ, অত্যাচার, লাঞ্ছনা এইসব দেখাই না কেনো .. পাবলিক মেনে নেবে। কিন্তু সেই চরিত্রটিকে দুশ্চরিত্রা বানিয়ে দিলে, এই যে এত অল্প সময়ের মধ্যে এত ভিউজ হয়েছে উপন্যাসটার, এই সব মুখ থুবড়ে পড়বে। এটাই বলতে চাইলাম .. তুমি টিউবলাইট তো তাই একটু দেরিতে বোঝো সবকিছু।
