16-06-2023, 12:14 PM
কি আর বলব ভাই, expectation যা থাকে, তার থেকে বরাবরের মতোই ছাপিয়ে গেছে তোমার লেখা। সকালে ঘুম থেকে উঠে দাঁত মেজে চা খেয়ে বাজারে যাওয়া। এরপর বাজার থেকে ফিরে চান করে খেয়েদেয়ে আমার ছোট্ট অফিসটা খুলে সেখানে বসা। তারপর আমটা, লিচুটা, কলাটা - এসব খেতে খেতে বুম্বার 'ইয়ে' খাড়া করে দেওয়া আপডেটগুলো পড়তে থাকা। এই বেশ ভাল আছি বস, চালিয়ে যাও।