15-06-2023, 09:35 PM
(This post was last modified: 15-06-2023, 09:37 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-06-2023, 09:05 PM)Baban Wrote: এতটা বিশদ ভাবে ও ভয়ঙ্কর রূপে সন্তানের উপস্থিতিতে মাকে ভোগের দৃশ্য বোধহয় প্রথম লিখলে। উফফফফফ পাগলে যাওয়া পর্ব পুরো। একটু একটু করে নারী মনের অন্ধকার দিকটার অজান্তেই বাইরে বেরিয়ে আসা, বিপুল বাবুর তুই থেকে তুমি পুনরায় তুমি থেকে তুই ও সম্ভগ সুখ প্রাপ্তি ও বাপ্পা বাবুর জেগে ওঠার পরবর্তী মুহূর্ত গুলো।
যেহেতু মানুষ মস্তিষ্কর অন্ধকার দিকটা নিয়ে আমার সামান্য আগ্রহ আছে তাই আমার কোথাও মনে হয় তান্ত্রিক বিপুল অনেক কষ্টে নিজেকে বা। বলা উচিত নিজের ভেতরের ওই ক্ষুদার্থ হায়নাটাকে অতি কষ্টে আটকে রাখছে। ওটাকে মুক্ত করে দিলে সে যে কি করে বসতে পারে সেটা সে জানে বলেই ওটাকে বন্দি করে রাখা। আর তাই সেটাই রাগে ফুসতে ফুসতে এক একবার বিপুলকে বাধ্য করছে নন্দনাকে তুই বলে সম্বোধন করতে ও পুনরায় বিপুল সেটা সামলে নিচ্ছে। আর এক সময় দুই রিপু মিলেমিশে এক হয়ে গিয়ে যা তা ভাবে ব্যবহার করছে ওই নারী শরীরটা। হয়তো অতীতের ঘৃণ্য পাপ গুলো মনে পড়ে যাচ্ছে যার ফলে আরও পৈশাচিক হয়ে উঠছে সে। আমার সৃষ্ট চরিত্র ভুপাত মনে পড়ে গেলো আজ। যদিও সে ছিল অতি জঘন্য বিকৃত এক সত্তা। যাইহোক তবে এই লোকটিও যে কতটা জঘন্য সেটা প্রকাশ পাচ্ছে ও ভবিষ্যতে আরও প্রকাশ পাবে।
তুমি এক জায়গায় লিখেছো ভন্ড তান্ত্রিক। কিন্তু এনাকে কি ভন্ড বলা উচিত? মূলত ভন্ড তো সে যে কোনো তন্ত্র শিক্ষা ও শক্তি না জেনে মহান সেজে স্বার্থসিদ্ধি করে। কিন্তু এক্ষেত্রে এই বিপুল বাবুর তো ক্ষমতা আছে। সে নিজের শক্তি বাজে কাজে লাগায়। তাও বোধহয় এনাকে ভন্ড তান্ত্রিক বলা যায়না।
কি আর বলার। আবার যাই....... খুব খারাপ হচ্ছে কিন্তু এসব।
প্রথমে জানাই দুর্দান্ত বিশ্লেষণ এবং অনেক ধন্যবাদ বিশদভাবে বা ভয়ঙ্কর রূপে তো দুরস্থান, বাপ্পার মতো ছোট বাচ্চার উপস্থিতিতে (সজ্ঞানে) তার মায়ের সতীত্ব হরণের বর্ণনা এর আগে আমি লিখিইনি, এই প্রথম লিখলাম। ভাবলাম, এই ধরনের কিছু একবার লিখেই দেখি .. যদি পাঠকবন্ধুদের ভালো লাগে! তোমাদের সকলের এত ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
তান্ত্রিক বিপুল নিজের ভয়ঙ্কর রূপের এবং পারফরম্যান্সের একশো শতাংশ দেখাতেই পারেনি, পারবে কিনা সন্দেহ! নন্দনার প্রতি যে তার একটা সফ্টকর্নার তৈরি হয়েছে, সেটা তো বুঝতেই পেরে গেছো এতক্ষণে। তাই অন্যান্য মহিলাদের সঙ্গে সে যেভাবে কথা বলে, সেইরকম ভাবে ভুলবশত নন্দনাকে 'তুই' বলে ফেলে আবার 'তুমি' তে ফিরে আসার ব্যাপারটা খুব ভালোভাবে লক্ষ্য করেছো তুমি। তার সঙ্গে তার সন্তান বাপ্পার প্রতিও নিষ্ঠুর হতে পারছে না বিপুল বাবু। বাপ্পার শিশুমনের অবুঝ প্রশ্নে রেগে গিয়ে তার দিকে তেড়ে গেলেও, পরমুহূর্তে আবার নিজেকে সংবরণ করে নিতে বাধ্য হচ্ছে সে। তবে ভবিষ্যতে কি হতে চলেছে, তা আমি নিজেও জানিনা। আর "ভন্ড" তান্ত্রিকের ব্যাপারটা একদম ঠিকঠাক ধরেছো। আসলে আমি তাকে তন্ত্রবিদ্যায় ভন্ড বলতে চাইনি, আমি ওর অজস্র মিথ্যে কথা বলার জন্য ওকে দু-একবার ভন্ড বলেছি। তবে ভবিষ্যতে আর বলবো না। কারণ সেই পরিস্থিতি আর তৈরিই হবে না।