15-06-2023, 09:05 PM
এতটা বিশদ ভাবে ও ভয়ঙ্কর রূপে সন্তানের উপস্থিতিতে মাকে ভোগের দৃশ্য বোধহয় প্রথম লিখলে। উফফফফফ পাগলে যাওয়া পর্ব পুরো। একটু একটু করে নারী মনের অন্ধকার দিকটার অজান্তেই বাইরে বেরিয়ে আসা, বিপুল বাবুর তুই থেকে তুমি পুনরায় তুমি থেকে তুই ও সম্ভগ সুখ প্রাপ্তি ও বাপ্পা বাবুর জেগে ওঠার পরবর্তী মুহূর্ত গুলো।
যেহেতু মানুষ মস্তিষ্কর অন্ধকার দিকটা নিয়ে আমার সামান্য আগ্রহ আছে তাই আমার কোথাও মনে হয় তান্ত্রিক বিপুল অনেক কষ্টে নিজেকে বা। বলা উচিত নিজের ভেতরের ওই ক্ষুদার্থ হায়নাটাকে অতি কষ্টে আটকে রাখছে। ওটাকে মুক্ত করে দিলে সে যে কি করে বসতে পারে সেটা সে জানে বলেই ওটাকে বন্দি করে রাখা। আর তাই সেটাই রাগে ফুসতে ফুসতে এক একবার বিপুলকে বাধ্য করছে নন্দনাকে তুই বলে সম্বোধন করতে ও পুনরায় বিপুল সেটা সামলে নিচ্ছে। আর এক সময় দুই রিপু মিলেমিশে এক হয়ে গিয়ে যা তা ভাবে ব্যবহার করছে ওই নারী শরীরটা। হয়তো অতীতের ঘৃণ্য পাপ গুলো মনে পড়ে যাচ্ছে যার ফলে আরও পৈশাচিক হয়ে উঠছে সে। আমার সৃষ্ট চরিত্র ভুপাত মনে পড়ে গেলো আজ। যদিও সে ছিল অতি জঘন্য বিকৃত এক সত্তা। যাইহোক তবে এই লোকটিও যে কতটা জঘন্য সেটা প্রকাশ পাচ্ছে ও ভবিষ্যতে আরও প্রকাশ পাবে।
তুমি এক জায়গায় লিখেছো ভন্ড তান্ত্রিক। কিন্তু এনাকে কি ভন্ড বলা উচিত? মূলত ভন্ড তো সে যে কোনো তন্ত্র শিক্ষা ও শক্তি না জেনে মহান সেজে স্বার্থসিদ্ধি করে। কিন্তু এক্ষেত্রে এই বিপুল বাবুর তো ক্ষমতা আছে। সে নিজের শক্তি বাজে কাজে লাগায়। তাও বোধহয় এনাকে ভন্ড তান্ত্রিক বলা যায়না।
কি আর বলার। আবার যাই....... খুব খারাপ হচ্ছে কিন্তু এসব।
যেহেতু মানুষ মস্তিষ্কর অন্ধকার দিকটা নিয়ে আমার সামান্য আগ্রহ আছে তাই আমার কোথাও মনে হয় তান্ত্রিক বিপুল অনেক কষ্টে নিজেকে বা। বলা উচিত নিজের ভেতরের ওই ক্ষুদার্থ হায়নাটাকে অতি কষ্টে আটকে রাখছে। ওটাকে মুক্ত করে দিলে সে যে কি করে বসতে পারে সেটা সে জানে বলেই ওটাকে বন্দি করে রাখা। আর তাই সেটাই রাগে ফুসতে ফুসতে এক একবার বিপুলকে বাধ্য করছে নন্দনাকে তুই বলে সম্বোধন করতে ও পুনরায় বিপুল সেটা সামলে নিচ্ছে। আর এক সময় দুই রিপু মিলেমিশে এক হয়ে গিয়ে যা তা ভাবে ব্যবহার করছে ওই নারী শরীরটা। হয়তো অতীতের ঘৃণ্য পাপ গুলো মনে পড়ে যাচ্ছে যার ফলে আরও পৈশাচিক হয়ে উঠছে সে। আমার সৃষ্ট চরিত্র ভুপাত মনে পড়ে গেলো আজ। যদিও সে ছিল অতি জঘন্য বিকৃত এক সত্তা। যাইহোক তবে এই লোকটিও যে কতটা জঘন্য সেটা প্রকাশ পাচ্ছে ও ভবিষ্যতে আরও প্রকাশ পাবে।
তুমি এক জায়গায় লিখেছো ভন্ড তান্ত্রিক। কিন্তু এনাকে কি ভন্ড বলা উচিত? মূলত ভন্ড তো সে যে কোনো তন্ত্র শিক্ষা ও শক্তি না জেনে মহান সেজে স্বার্থসিদ্ধি করে। কিন্তু এক্ষেত্রে এই বিপুল বাবুর তো ক্ষমতা আছে। সে নিজের শক্তি বাজে কাজে লাগায়। তাও বোধহয় এনাকে ভন্ড তান্ত্রিক বলা যায়না।
কি আর বলার। আবার যাই....... খুব খারাপ হচ্ছে কিন্তু এসব।