15-06-2023, 02:09 AM
তোমার লেখাটা খুবই ভালো হচ্ছে. হ্যাঁ, xossipy-তে পাঠক-পাঠিকারা comment করার সময় কার্পণ্যের কোনো বাকী রাখে না, এই করণেই অনেক লেখক-লেখিকার স্বভাবতঃই ভাবতে শুরু করে যে ওনার/তার লেখা খুব একটা মনোগ্রাহী হচ্ছে না. তাই এই নিয়ে খুব একটা ভেবো না. তোমার লেখাটা সত্যিই খুব ভালো হচ্ছে. হ্যাঁ, একটু ছোটো-খাটো বানান ভুল থেকে বিরত থেকো, আর প্যারাগ্রাফিংটা ঠিকঠাক ভাবে করো, তাতে লেখাটার পরিবেশনাটা আরো অনেক ভালো হবে.
আর যদি পারো, তাহলে কথকের স্ত্রীয়ের ছোটো-খাটো ঘটনা ছাড়াও মূল অংশে ওর পরকীয়ার ঘটনাটা রেখো, ওটাকেই গল্পের মূল বিষয়বস্তু করে তোলো. উদ্দেশ্যহীন ভাবে কোনো লেখাকে বড়ো না করে, ছোটো অথচ অর্থবহভাবে সমাপ্ত গল্পের চাহিদা পাঠক-পাঠিকারা করে থাকে, এবং এর কদরও করে থাকে. বড়ো হলেই যে ভালো হবে এমন কোনো কথা নেই; আশা করি "পরমার পরাজয়" আর codenamelove69-এর "লোভে পাপ, পাপে মৃত্যু" পড়েছিলে নিশ্চয়ই ?