14-06-2023, 07:34 PM
আদি আমার হাত ধরে একটা আইসক্রীমের দোকানে ঢুকল, আমার হাত তখনও কাঁপছে, আদি ওভাবে কাওকে মারতে পারে এটা ভাবতেও পারছিলাম না। দেখে আদিকে বোঝার উপায় নেই এতো ফাস্ট ওর মুভমেন্ট। আদি আমার হাতটা চেপে ধরতেই একটু শান্ত হলো মনটা।
"এই দেখো চকলেট ফ্রস্ট, তোমার ফেবারিট"
'তুমি জানলে কি করে আদি?"
আরে একটু বুদ্ধি লাগালেই জানা যায়। শোনো তোমায় ঘরে ছেড়ে দিচ্ছি।
বললাম " এতো রাতে তোমার সাথে দেখলে বাড়ির লোক খারাপ ভাবতে পারে!"
তো আমার সাথে থাকলে, তখন ভাববে না?
মানে?
মানে আর কিছুই না, আমার সাথে যখন বিয়ে করে থাকবে তখন বাড়ির লোক কি বলবে, ভেবেছ?
বিয়ে?!! দাঁড়াও, দাঁড়াও!! তুমি কি এই রাতেএতোগুলো গুন্ডা পিটিয়ে আমাকে প্রোপোজ করছ?
না, আইক্রিম খাইয়ে প্রপোজ করছি! বলেই আদি হাসতে লাগল।
ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণ চুপ রইলাম,তারপরই ভীষণ লজ্জায় আদির বুকে মুখ লোকালাম।
হ্যাঁ নাকি না? কোনটা ধরব?
জানিনা যাও, আমার আব্বুকে বলো তুমি আমাকে বিয়ে করতে চাও, আব্বু যদি বলে তবেই!
আদি হেসে বলল একমাত্র মেয়ের বিয়ে একটা * ছেলের সাথে দেবে বলে মনে হয় না। তারপর তোমার দাদা যা, আমাকে রিং এ নিয়ে গিয়েও ক্যালাতে পারেন।
আমারও মাথায় দুষ্টু বুদ্ধি চাপল, "বললাম আমার বাবাকে কনভিন্স করাও দেখি, তাহলেই বিয়ে পাক্কা"
আদি শুধু হাসল, তারপর আমার হাতটা শক্ত করে ধরে বাড়ির দিকে হাটতে লাগল।
আমি বললাম এই যে কদিন আগে বলছিলে তুমি নাকি আমায় কোন অজানা কারণে ভালোবাসতে পারো না, তা আজ হঠাৎ কি হলো?
আসলে প্রথমে নিজেকে সংবরণ করছিলাম, আজকে তোমায় ওভাবে ছুঁতে দেখে আমার অজানা ভয় হলো, তোমায় ছাড়া আমার পক্ষে খুবই মুশকিল আফ্রিন।
পাগল, বলে মুচকি হেসে উঠলাম, আদিও যোগ দিল তাতে।
তারপর নিজেই বলে উঠল
" এক নক্ষত্রের নীচে সহজ্র জীবন পর
তোমায় যে খুঁজে পাবো ভাবি নেকো
হাজার বছর পরে মায়া ঘেরা
নক্ষত্রের রাত্রি পরে আকাশের বনে
আমার রাজত্ব হারায়ে সন্ন্যাস-বীর বেশে
তব পাশে, আরও সহস্রাদি বছর তব অপেক্ষাতে"
বলে আমার দিকে তাকিয়ে বলল, জানিনা, আমি বোধ হয় সে হতে পারি নে, আফ্রিন। উনি সব কিছু এরকমই বানিয়েছেন। আমার বোধহয় কিছুই করার নেই।
কি বলছ, বলোত?
কিছুই না, বলেই আদি হাসতে হাসতে বলল, তোমার বাড়ি চলে এসেছে। আর যাবো না। তোমার বাবাকে কনভিন্স করাতে আসব একদম।
আমি বললাম " বক্সিং টাও একটু শিখে এসো, ভাইয়ার সাথে কিন্তু এতো সহজে পারবে না, আগেরবার আসাদ ভাই ছিল বলো বেঁচে গিয়েছিলে।
যথা আজ্ঞা মহারাণী বলে, ঘুরে যেতে গিয়ে থমকে দাঁড়ালো, আমি ওর কলারটা চেপে ধরে বললাম, আর ভাইয়ার থেকে মুসকিল আমাকে হারানো বলেই ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম। ঠোঁট ছাড়তে আদি বলল তোমায় হারানো আমার কম্ম না।
আমি এবার আসি,
হঠাৎ মনে হতে আদিকে ডেকে বললাম "আচ্ছা আদি আসাদ ভাইয়ের সাথে তুমি ইচ্ছা করেই হেরেছিলে না?"
আদি কিছু না বলে মুচকি হেসে বলল " কাল অফিসে দেখা হচ্ছে, আমার অফিসে এসো।"
"এই দেখো চকলেট ফ্রস্ট, তোমার ফেবারিট"
'তুমি জানলে কি করে আদি?"
আরে একটু বুদ্ধি লাগালেই জানা যায়। শোনো তোমায় ঘরে ছেড়ে দিচ্ছি।
বললাম " এতো রাতে তোমার সাথে দেখলে বাড়ির লোক খারাপ ভাবতে পারে!"
তো আমার সাথে থাকলে, তখন ভাববে না?
মানে?
মানে আর কিছুই না, আমার সাথে যখন বিয়ে করে থাকবে তখন বাড়ির লোক কি বলবে, ভেবেছ?
বিয়ে?!! দাঁড়াও, দাঁড়াও!! তুমি কি এই রাতেএতোগুলো গুন্ডা পিটিয়ে আমাকে প্রোপোজ করছ?
না, আইক্রিম খাইয়ে প্রপোজ করছি! বলেই আদি হাসতে লাগল।
ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণ চুপ রইলাম,তারপরই ভীষণ লজ্জায় আদির বুকে মুখ লোকালাম।
হ্যাঁ নাকি না? কোনটা ধরব?
জানিনা যাও, আমার আব্বুকে বলো তুমি আমাকে বিয়ে করতে চাও, আব্বু যদি বলে তবেই!
আদি হেসে বলল একমাত্র মেয়ের বিয়ে একটা * ছেলের সাথে দেবে বলে মনে হয় না। তারপর তোমার দাদা যা, আমাকে রিং এ নিয়ে গিয়েও ক্যালাতে পারেন।
আমারও মাথায় দুষ্টু বুদ্ধি চাপল, "বললাম আমার বাবাকে কনভিন্স করাও দেখি, তাহলেই বিয়ে পাক্কা"
আদি শুধু হাসল, তারপর আমার হাতটা শক্ত করে ধরে বাড়ির দিকে হাটতে লাগল।
আমি বললাম এই যে কদিন আগে বলছিলে তুমি নাকি আমায় কোন অজানা কারণে ভালোবাসতে পারো না, তা আজ হঠাৎ কি হলো?
আসলে প্রথমে নিজেকে সংবরণ করছিলাম, আজকে তোমায় ওভাবে ছুঁতে দেখে আমার অজানা ভয় হলো, তোমায় ছাড়া আমার পক্ষে খুবই মুশকিল আফ্রিন।
পাগল, বলে মুচকি হেসে উঠলাম, আদিও যোগ দিল তাতে।
তারপর নিজেই বলে উঠল
" এক নক্ষত্রের নীচে সহজ্র জীবন পর
তোমায় যে খুঁজে পাবো ভাবি নেকো
হাজার বছর পরে মায়া ঘেরা
নক্ষত্রের রাত্রি পরে আকাশের বনে
আমার রাজত্ব হারায়ে সন্ন্যাস-বীর বেশে
তব পাশে, আরও সহস্রাদি বছর তব অপেক্ষাতে"
বলে আমার দিকে তাকিয়ে বলল, জানিনা, আমি বোধ হয় সে হতে পারি নে, আফ্রিন। উনি সব কিছু এরকমই বানিয়েছেন। আমার বোধহয় কিছুই করার নেই।
কি বলছ, বলোত?
কিছুই না, বলেই আদি হাসতে হাসতে বলল, তোমার বাড়ি চলে এসেছে। আর যাবো না। তোমার বাবাকে কনভিন্স করাতে আসব একদম।
আমি বললাম " বক্সিং টাও একটু শিখে এসো, ভাইয়ার সাথে কিন্তু এতো সহজে পারবে না, আগেরবার আসাদ ভাই ছিল বলো বেঁচে গিয়েছিলে।
যথা আজ্ঞা মহারাণী বলে, ঘুরে যেতে গিয়ে থমকে দাঁড়ালো, আমি ওর কলারটা চেপে ধরে বললাম, আর ভাইয়ার থেকে মুসকিল আমাকে হারানো বলেই ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম। ঠোঁট ছাড়তে আদি বলল তোমায় হারানো আমার কম্ম না।
আমি এবার আসি,
হঠাৎ মনে হতে আদিকে ডেকে বললাম "আচ্ছা আদি আসাদ ভাইয়ের সাথে তুমি ইচ্ছা করেই হেরেছিলে না?"
আদি কিছু না বলে মুচকি হেসে বলল " কাল অফিসে দেখা হচ্ছে, আমার অফিসে এসো।"