12-06-2023, 01:51 PM
(11-06-2023, 09:41 PM)Somnaath Wrote: এই বাংলা ফোরামে দুর্দান্ত গল্প হয়তো অনেকেই লেখে। কিন্তু এরকম ভয়ংকর উত্তেজক বর্ণনা বুম্বা ছাড়া আর কেই বা দিতে পারে? তাই গল্প ভালো হচ্ছে, গল্প ভীষণ উত্তেজক - এসব কথা নতুন করে আর বলতে চাই না। শুধু এটুকুই বলবো - উপরের এই লাইনগুলোর মাধ্যমে ভবিষ্যতে কি হতে চলেছে তার একটা হাল্কা ইঙ্গিত দিয়ে গেলো লেখক মহাশয়।
প্রথমে জানাই অনেক অনেক ধন্যবাদ আসলে ওই একটা পরিচ্ছদের উপর নির্ভর করে এত বড় একটা উপন্যাসের গতিপ্রকৃতি কোন দিকে যেতে চলেছে সেটা এখনই ধারণা করা যায় না। ওটা কিছু সময়ের মনের অভিব্যক্তির প্রকাশ। পরবর্তীতে mood swing হতেই পারে, আবার ফিরেও আসতে পারে। দেখা যাক কি হয় ভবিষ্যতে।
(12-06-2023, 02:16 AM)nextpage Wrote: ছুটছে বলবো নাকি দৌড়াচ্ছে...
সাংঘাতিক ভয়ংকর উত্তেজনায় পর্ব। মারাত্মক লেভেলের সিডিউস আর ডমিনেশন করার ক্ষমতার অধিকারী বিপুল বাবু। মাঝে মাঝে তার বদলে যাওয়া রূপটা আরও আকর্ষণ বাড়াচ্ছে। নিজের তৈরী মাছে নিজের নিয়মের খেলায় যে দান দিচ্ছে তাতে বেচারী নন্দনা কপোকাতই বটে৷ কি বা করার আছে যেখানে বিপুলের মত ডমিনেট করা পুরুষ রয়েছে বিপক্ষে..
অসংখ্য ধন্যবাদ পাশে থাকা জন্য